প্রাথমিক শিক্ষক সংগঠনের চাপে পিছু হটল সরকার; স্পোর্টসে বরাদ্দ হল ১০ হাজার! #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ সরকারি বরাদ্দ প্রায় ১০ গুণ বাড়লেও তা খরচের নির্দেশ না আসায় হাওড়া জেলার বিভিন্ন স্কুল ক্রীড়া প্রতিযোগীতা চালানর জন্যে পঞ্চায়ের কমিটি গুলিকে চাদা তুলতে হচ্ছিল। শুক্রবার থেকে বিভিন্ন স্কুলে শুরু হওয়া প্রতিযোগীতা চলছিল এভাবেই। উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে হচ্ছে অঞ্চল পর্যায়ের খেলা, শিক্ষা দফতরের এক একটি চক্রের অধীনে থাকা পঞ্চায়েত গুলি স্কুল ভিত্তিক প্রতিযোগীতা শুরু করেছে।
এক একটি পঞ্চায়েতের অধীনে আছে প্রায় গড়ে ১০টি স্কুল। প্রাথমিক অঞ্চল পর্যায়ে প্রতিযোগীতায় জয়ীদের নিয়ে হবে চক্র ভিত্তিক প্রতিযোগীতা, তাঁর পর মহকুমা শেষে রাজ্য ভিত্তিক।
কিন্তু এবার বাদ সেধেছিল ফান্ড। এতদিন শিক্ষা দফতর ক্রীড়া প্রতিযোগীতা চালানোর জন্যে ১০ হাজার টাকা অনুদান দিত এবার তা বাড়িয়ে করা হয়েছিল এক লক্ষ টাকা। কিন্তু হলে কি হবে সেই টাকা পঞ্চায়েতস্তরে অর্থাৎ অঞ্চল গুলিতে পাঠানো হয়নি। চক্র পরিষ্কার জানিয়ে দিয়েছিল শুধুমাত্র চক্রভিত্তিক খেলার সময় খরচ হবে সেই টাকা।
এতে ব্যাপক আপত্তি জানান শিক্ষক রা। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারী ট্রেন্ড টিচার্স অ্যাসশিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেন অঞ্চল পর্যায়ে অর্থ বরাদ্দ করার জন্যে। তাঁর প্রশ্ন, "এত টাকা বরাদ্দ হলেও শিক্ষকরা পকেটের টাকা খরচা করে কেন খেলা চালিয়ে যাবেন ফি বছর?"
পিন্টু পাড়ুইয়ের আবেদনে শেষ পর্যন্ত সাড়া দিল শিক্ষা দফতর, অঞ্চল ভিত্তিক ভাবে ১০ হাজার টাকার অনুমোদন মিলল আজ। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারী ট্রেন্ড টিচার্স অ্যাসশিয়েশনের রাজ্য সভাপতি সরকারের উদ্যোগ কে অভিনন্দন জানিয়েছেন।
এক একটি পঞ্চায়েতের অধীনে আছে প্রায় গড়ে ১০টি স্কুল। প্রাথমিক অঞ্চল পর্যায়ে প্রতিযোগীতায় জয়ীদের নিয়ে হবে চক্র ভিত্তিক প্রতিযোগীতা, তাঁর পর মহকুমা শেষে রাজ্য ভিত্তিক।
কিন্তু এবার বাদ সেধেছিল ফান্ড। এতদিন শিক্ষা দফতর ক্রীড়া প্রতিযোগীতা চালানোর জন্যে ১০ হাজার টাকা অনুদান দিত এবার তা বাড়িয়ে করা হয়েছিল এক লক্ষ টাকা। কিন্তু হলে কি হবে সেই টাকা পঞ্চায়েতস্তরে অর্থাৎ অঞ্চল গুলিতে পাঠানো হয়নি। চক্র পরিষ্কার জানিয়ে দিয়েছিল শুধুমাত্র চক্রভিত্তিক খেলার সময় খরচ হবে সেই টাকা।
পিন্টু পাড়ুইয়ের আবেদনে শেষ পর্যন্ত সাড়া দিল শিক্ষা দফতর, অঞ্চল ভিত্তিক ভাবে ১০ হাজার টাকার অনুমোদন মিলল আজ। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারী ট্রেন্ড টিচার্স অ্যাসশিয়েশনের রাজ্য সভাপতি সরকারের উদ্যোগ কে অভিনন্দন জানিয়েছেন।


No comments