এক ধর্ষকের হাত থেকে বাঁচিয়ে পাঁচ জন মিলে গণধর্ষণ যুবতী কে!
নজরবন্দি ব্যুরো : ধর্ষণের সংখ্যা বেড়েই চলেছে প্রতিনিয়ত। রক্ষক হয়ে ওঠে ভক্ষক তার নজির আমরা পেয়েছি বহুবার। কিন্তু নয়ডার তরুণীকে যেভাবে এক 'ধর্ষক' - এর হাত থেকে বাঁচিয়ে, পাঁচজন বন্ধু মিলে ধর্ষন করেছে, তা সচরাচর দেখা যায় না। ঘটনাটি ঘটেছে নয়ডার বাহলোলপূরের পুলিশ ফাঁড়ির অন্তর্গত ইলেকট্রনিক সিটি মেট্রো স্টেশনের কাছেই, সেক্টর ৬৩- তে। পরিচিত এক যুবকের সাজানো ফাঁদে পা দিয়েছিল নয়ডার এই তরুণী। চাকরির দাওয়ার টোপ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। সেই সময় দেবদূতের মতই হাজির হয় দুই জন। তরুণীর পরিচিত ওই যুবককে বেধরোক পিটিয়ে তাড়িয়ে দেয় তারা।
তরুণীর ধারণা হয় এ যাত্রায় সে বেঁচে গেল কিন্তু সেই ধারণা তার পরক্ষণেই ভেঙে যায় ওই 'রক্ষক' - রাই ফোন করে ডেকে আনে আরও তিনজনকে। এরপর, ওই ঘরের মধ্যেই পাঁচজন মিলে পালা করে ধর্ষণ করে ওই তরুণীকে। ধর্ষিতার মা জানান, জ্বরের কারণে কিছুদিন কর্মক্ষেত্রে যেতে না পারায়, কাজ চলে যায় মেয়ের। তাই চাকরি খুঁজতে মরিয়া হয়ে উঠেছিল মেয়ে। সেই সুযোগেই নেয় রবি। থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে জানা যায়, রবি নামে এক ২১ বছরের যুবক ওই তরুণীকে চাকরির অফার দিয়ে ফোন করে মেয়েটিকে নির্দিষ্ট স্থানে ডাকলে সেখানে পৌঁছে যায় তরুণী। রবি সেখানে জোর করে ওই তরুণীর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেই ওই ঘরে আবির্ভূত হয় দুই যুবক।
মেয়েটির সামনেই তারা মারধর করে রবিকে তারিখে দেয়। তরুণী ঘটনার প্রাথমিক ধাক্কা সামলাতে সামলাতেই দেখে আরও তিনজন হাজির হয়েছে ওই ঘরে। কথাবার্তা শুনে বুঝতে পারেন তরুণী এরা একে অপরের বন্ধু তার এও বুঝতে বাকি থাকে না, 'রক্ষক' এর রূপে আসা যুবকেরাও ধর্ষক। গোটাটাই তখন সাজানো মনে হয় তার কাছে কোনোভাবেই সে নিজেকে রক্ষা করতে পারেনি। অভিযুক্তদের মধ্যে রবি সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজনের এখনও সন্ধান মেলেনি। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে মেয়েটির মেডিক্যাল পরীক্ষাও করিয়েছে পুলিশ।
তরুণীর ধারণা হয় এ যাত্রায় সে বেঁচে গেল কিন্তু সেই ধারণা তার পরক্ষণেই ভেঙে যায় ওই 'রক্ষক' - রাই ফোন করে ডেকে আনে আরও তিনজনকে। এরপর, ওই ঘরের মধ্যেই পাঁচজন মিলে পালা করে ধর্ষণ করে ওই তরুণীকে। ধর্ষিতার মা জানান, জ্বরের কারণে কিছুদিন কর্মক্ষেত্রে যেতে না পারায়, কাজ চলে যায় মেয়ের। তাই চাকরি খুঁজতে মরিয়া হয়ে উঠেছিল মেয়ে। সেই সুযোগেই নেয় রবি। থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে জানা যায়, রবি নামে এক ২১ বছরের যুবক ওই তরুণীকে চাকরির অফার দিয়ে ফোন করে মেয়েটিকে নির্দিষ্ট স্থানে ডাকলে সেখানে পৌঁছে যায় তরুণী। রবি সেখানে জোর করে ওই তরুণীর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেই ওই ঘরে আবির্ভূত হয় দুই যুবক।

No comments