বামপস্থীদের দীর্ঘদিনের দাবিকে এবার বাস্তবে রুপ দিতে চলেছেন মোদী। পড়ুন।
নজরবন্দি ব্যুরোঃ এক দেশে বেতনের দিন হবে এক। শ্রমিক স্বার্থ সুনিশ্চিত করতে এমনই ঘোষণা করতে চলেছে মোদী সরকার। সরকার চিন্তাভাবনা শুরু করেছে শ্রমিকদের ভালো জীবন উপহার দিতে। বেশিরভাগ ক্ষে্ত্রেই শ্রমিকদের বেতন পেতে মাসের ১৫ তারিখ কেটে যায়। কিন্তু সারা দেশে যদি এক দিনে বেতন দেওয়া যায় তাহলে সেই সংকট দূর হবে। তারপর শ্রমিকরাও নিশ্চিত হবেন তাঁদের বেতন প্রাপ্তির সময় নিয়ে। শুক্রবার সেন্ট্রাল অ্যাসোসিয়েশন অব প্রাইভেট সিকিয়উরিটি ইন্ডাস্ট্রির 'সিকিয়উরিটি লিডারশিপ' সম্মেলনে শ্রমমন্ত্রী বলেন,''প্রতিটি ক্ষেত্রের শ্রমিকরা যাতে একই দিনে মাস মাইনে পান তার ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী এব্যাপারে আইন আনতে বদ্ধপরিকর।''
শুধু তাই নয় মজুরির সঙ্গে কর্মী বা শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য ও কাজের পরিবেশ নিয়েও ভাবছে কেন্দ্রীয় সরকার। এ জন্য আইন পাশও করাতে চান মোদী। প্রসঙ্গত অভিন্ন মজুরির দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছে দেশের বামদলগুলো। বামেদের দাবি অভিন্ন ন্যূনতম মজুরি করতে হবে ১৮ হাজার টাকা। কেন্দ্রীয় সরকার শ্রমিকদের পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য ও কাজের শর্ত (ওএসএইচ) বেঁধে দিয়ে কোড চালু করতে চায়। মজুরি নিয়েও কোড চালু করতে চায়। সেই কোড বাস্তবায়িত হতে চলেছে।
শুধু তাই নয় মজুরির সঙ্গে কর্মী বা শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য ও কাজের পরিবেশ নিয়েও ভাবছে কেন্দ্রীয় সরকার। এ জন্য আইন পাশও করাতে চান মোদী। প্রসঙ্গত অভিন্ন মজুরির দাবিতে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করছে দেশের বামদলগুলো। বামেদের দাবি অভিন্ন ন্যূনতম মজুরি করতে হবে ১৮ হাজার টাকা। কেন্দ্রীয় সরকার শ্রমিকদের পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য ও কাজের শর্ত (ওএসএইচ) বেঁধে দিয়ে কোড চালু করতে চায়। মজুরি নিয়েও কোড চালু করতে চায়। সেই কোড বাস্তবায়িত হতে চলেছে।

No comments