Header Ads

রাতেও অগ্নি-২ হামলা করতে সক্ষম। সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ। চাপে পাকিস্তান।

নজরবন্দি ব্যুরো : অগ্নি-২ এর রাতের সময় সফল উৎক্ষেপণ করল ভারত। শনিবার রাতে ওড়িশা উপকূলের অদূরে অবস্থিত আব্দুল কালাম দ্বীপের স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডে এই পরীক্ষাটি চালানো হয় বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। অর্থাত্, রাতের অন্ধকারেও অগ্নি ২ শত্রুপক্ষকে টার্গেট করার ক্ষমতা রাখে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তৈরি করা এই মিসাইলটি ইতিমধ্যেই সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
 কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর শক্তিশালী এই মিসাইলটি ২০০০ কিলোমিটার গিয়ে শত্রুপক্ষকে হামলা করতে সক্ষম। পরীক্ষার জন্য ছিল উচ্চক্ষমতাসম্পন্ন র্যাডারের ব্যাটারি, টেলিমেট্রি অবজার্ভেশন স্টেশন, ইলেক্ট্রো-অপটিক ইন্সট্রুমেন্ট, নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ ছিল। ২০ মিটার দীর্ঘ এই ব্যালেস্টিক মিসাইলটির ওজন ১৭ টন। ১০০০ কেজি পর্যন্ত কোনও অস্ত্র বা বিস্ফোরক বহনে সক্ষম।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.