বাইশ গজে ফিরেই ফের বিতর্কের মুখে পৃথ্বী শাহ।
নজরবন্দি ব্যুরো: ডোপ টেস্টে নাম জড়িয়ে আট মাস মাঠের বাইরে ছিলেন পৃথ্বী শাহ। আট মাস নির্বাসনের শাস্তি পেয়ে বাইশ গজে ফিরেই ৬৩ রান পৃথ্বীর ব্যাট থেকে বেরিয়ে এসেছে। মাত্র ৩৯ বলে দুরন্ত ৬৩ রানের ইনিংস এসেছে ছোটো সচিনের ব্যাট থেকে। এই পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। কিন্তু অর্দ্ধশতরান করার পর পৃথ্বী শাহ ব্যাট তুলে অঙ্গভঙ্গি করে বসেন।
যা দেখে মাঠে উপস্থিত দর্শক থেকে শুরু করে নেটিজেনরা সমালোচনায় সরব হয়ে উঠেছে। সৈয়দ মুস্তাক আলি টি ২০ টুর্নামেন্টে মুম্বইর হয়ে আসামের বিরুদ্ধে পৃথ্বীর দুরন্ত পারফর্মেন্স বিতর্কের কারণে চাপা পড়ে যাচ্ছে। নির্বাসনের খাঁড়া বিসিসিআই পৃথ্বী শাহ ওপরে চাপাতেই সহানুভূতির বন্যায় ভেসেছিলেন। শাস্তির ওজন বেশি হয়ে গেল এমন কথাও উঠেছিল বোর্ডের বিরুদ্ধে।
নিজের অজান্তেই কাফ সিরাপের নিষিদ্ধ উপাদান টারবুটালাইন সেবন করেছিলেন। ডোপ টেস্টের ফলাফল পৃথ্বী শাহর বিপক্ষে চলে যাওয়ায় আট মাস নির্বাসনে যেতে হয়। ক্যামব্যাক করে পৃথ্বী শাহ দুরন্ত অর্দ্ধশতরান করে ব্যাট তুলে বলতে চেয়েছিলেন, আমার হয়ে আমার ব্যাট কথা বলে'। কিন্তু ক্যামব্যাক ইনিংসে পৃথ্বীর অর্দ্ধশতরান করে ব্যাট তুলে অঙ্গভঙ্গি হিতে বিপরীত হয়ে গেল।
যা দেখে মাঠে উপস্থিত দর্শক থেকে শুরু করে নেটিজেনরা সমালোচনায় সরব হয়ে উঠেছে। সৈয়দ মুস্তাক আলি টি ২০ টুর্নামেন্টে মুম্বইর হয়ে আসামের বিরুদ্ধে পৃথ্বীর দুরন্ত পারফর্মেন্স বিতর্কের কারণে চাপা পড়ে যাচ্ছে। নির্বাসনের খাঁড়া বিসিসিআই পৃথ্বী শাহ ওপরে চাপাতেই সহানুভূতির বন্যায় ভেসেছিলেন। শাস্তির ওজন বেশি হয়ে গেল এমন কথাও উঠেছিল বোর্ডের বিরুদ্ধে।
কোন মন্তব্য নেই