Header Ads

জল্পনায় জল ঢেলে দিল সৌরভ।দেশের রাজধানীতেই হবে টি ২০ সিরিজের প্রথম ম্যাচ।

নজরবন্দি ব্যুরো: ভারত বনাম বাংলাদেশ টি ২০ সিরিজের প্রথম ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ী নয়াদিল্লীতে হতে চলেছে। এমনটাই জানিয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার প্রথম টি ২০ সিরিজে বল গড়াতে চলেছে দেশের রাজধানীতে। কয়েকজন পরিবেশবিদ এবং ক্রিকেটার তথা সাংসদ গৌতম গম্ভীর দেশের রাজধানীতে বায়ুদূষণের কারণে টি ২০ সিরিজের প্রথম ম্যাচ আয়োজন ঘিরে আপত্তি জানিয়েছিল। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট সৌরভ সমস্ত আপত্তিকে আমল না দিয়ে পূর্ব নির্ধারিত ম্যাচ ভেন্যু অপরিবর্তিত রাখলেন। পরিবেশবিদদের আপত্তি ছিল বায়ুদূষণের ফলে ক্রিকেটারদের ম্যাচ খেলতে অসুবিধা হবে। অন্যদিকে ক্রিকেটার তথা সাংসদ গৌতম গম্ভীরের প্রতিক্রিয়া ছিল, 'দিল্লিবাসী দূষণের মাত্রা নিয়ে উদ্বিগ্ন। শিশু থেকে প্রবীণ সকলকেই আবহাওয়ার কারণে ভুগতে হচ্ছে। ' সকলেই ভারতীয় বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি মেনে রবিবার দেশের রাজধানীতেই হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ টি ২০ সিরিজের প্রথম ম্যাচ। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.