Header Ads

ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ।

নজরবন্দি ব্যুরো: রবিবার নির্ধারিত ম্যাচ সূচি অনুসারে ভারতের রাজধানী নয়াদিল্লীর ফিরোজ শাহ কোটালতে ভারত বনাম বাংলাদেশ প্রথম টি ২০ সিরিজে বল গড়াতে চলেছে। ঠিক তার আগে বাংলাদেশের উইকেটরক্ষক তথা ওপেনার লিটন দাস সংবাদমাধ্যমকে জানিয়েছে, ভারতের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচ খেলতে নামার আগে টিম বাংলাদেশ প্রবলভাবে আত্মবিশ্বাসী। ম্যাচ গড়াপেটা নিয়ে তথ্য গোপনের কারণে বিশ্বের সেরা অলরাউন্ডার তথা বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসান দুই বছরের জন্য আন্তজার্তিক ক্রিকেট থেকে নির্বাসিত। এই আবহে মুশফিকুর, সৌম্য সরকারেরা ভারতের বিরুদ্ধে খেলতে এসেছে। এই নিয়ে লিটন দাস বলেছে, "সাকিবকে ভারতের বিরুদ্ধে সিরিজে আমরা খুব মিস করবো। তবে তাকে ছাড়া খেলতে আমাদের অসুবিধা হবে না। কেননা, তাকে ছাড়াই এশিয়া কাপের ফাইনাল খেলেছি।" এদিকে সাকিবের ভারতের বিরুদ্ধে সিরিজে না থাকার কারণে দলের জুনিয়র ক্রিকেটারেদের কাছে সুবর্ণ সুযোগ। সাকিবের অনুপস্থিতিতে ভারতের বিরুদ্ধে পারফর্ম করে জুনিয়র ক্রিকেটারেরা দলে নিজেদের জায়গা পাকা করে নেওয়ার সুযোগ পেয়ে গেছে। ভারতের বিরুদ্ধে একটা বড় রানের ইনিংস বাংলাদেশের জুনিয়র ক্রিকেটারদের টিম ম্যানেজমেন্টের 'গুড বুকে' নাম লিখিয়ে ফেলার সেরা সুযোগ। সম্প্রতি দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বেড়ে গিয়েছে। ৩ নভেম্বরে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে নামার আগে বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস মুখে মাস্ক পড়ে নেটে ব্যাট করছিলেন। এই নিয়ে লিটন বলেছে,"আমার কিছু ব্যক্তিগত সমস্যা আছে। অস্বস্তি হচ্ছিল, তাই মাস্ক পড়ে অনুশীলন করছিলাম।" সব মিলিয়ে রবিবারের ম্যাচের আগে ফুটতে শুরু করেছে দিল্লিবাসী।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.