জঙ্গলমহলে শিক্ষক আন্দোলন, ইসলামপুরে গ্রেফতার ৪০ জন মাদ্রাসা শিক্ষক।
নজরবন্দি ব্যুরো: রাজ্যের পার্শ্ব শিক্ষকেরা কলকাতা হাইকোর্টের নির্দেশে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দফতরের সামনে অবস্থানে বসতে চলেছে। আবার জঙ্গলমহলে ভারত জাকাত মাঝি পারগানা মহল হাওয়া তুলেছে ২০২০ শিক্ষাবর্ষ থেকে রাজ্য সরকার যেন জঙ্গলমহলের প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতালি ভাষায় শিক্ষার ব্যবস্থা করে। নিজেদের দাবি আদায়ে এই সংগঠন ঘেরাও কর্মসূচিতে নামতে চলেছে। ইতিমধ্যেই প্রশাসনের নজরে বিষয়টি এনেছে, এমনই দাবি এই সংগঠনের। সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, মেদিনীপুর এবং পুরুলিয়ার বিভিন্ন বিদ্যালয়ে এই ঘেরাও কর্মসূচি নেওয়া হবে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে এই সংগঠন। অন্যদিকে সোমবার সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানির বাড়িতে টেট পরীক্ষায় উত্তীর্ণ ৬০ জন চাকরী প্রার্থী গিয়েছিল। তাদের বক্তব্য, উর্দু ভাষায় শিক্ষকতার জন্য তারা আবেদন করেছিলেন। পরীক্ষায় পাশ করেছেন। কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার পাশ হওয়ার পরেও তাদের কাউন্সেলিং হয়নি। মাদ্রাসা এই চাকরী প্রার্থীদের অভিযোগ প্রতিমন্ত্রী গোলাম রব্বানির কাছ থেকে প্রতিশ্রুতি তারা পায়নি। তাই তারা প্রতিমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণায় বসে পড়ে। দাবি তোলে, সমস্যা না মিটলে আমরণ অনশন শুরু করবে। ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ আসে। পুলিশ আর ধর্ণাকারিদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা চলে। এরপরেই পুলিশ ওই ধর্ণা থেকেই ৪০ জন মাদ্রাসা চাকরী প্রার্থীকে গ্রেফতার করে। রাজ্যের প্রান্তে প্রান্তে শিক্ষকেরা দাবি পূরণে রাস্তায় নেমে চলেছে। পুলিশের লাঠিচার্জ, গ্রেফতারি, মামলা চলছে সমানতালে। এতকিছুর মধ্যেও রাজ্যে শিক্ষক প্রার্থীদের ভবিষ্যৎ আধারেই ঝুলে রয়েছে।
কোন মন্তব্য নেই