Header Ads

ইতিহাসের দোড়গোড়ায় মহামেডান স্পোর্টিং।

নজরবন্দি ব্যুরো: সিকিম গর্ভনস গোল্ড কাপের ফাইনাল ম্যাচের আগে গোল নষ্টের খেসারত দেওয়া নিয়ে চিন্তিত মহামেডান টিডি দীপেন্দু বিশ্বাস। গ্যাংটকে ৩৯ তম এই ফুটবল টুর্নামেন্টে মহামেডানের প্রতিপক্ষ সিকিম হিমালয়ান এফসি। মঙ্গলবার দুপুর দেড়টায় শুরু হবে এই ফাইনাল ম্যাচ। মরশুমের প্রথম ট্রফি জয়ের সবাদ পাবে কি ব্ল্যাক প্যাহ্নাসেরা? কলকাতা লিগের মাঝপথে কোচ বদল হয়েছে। সুব্রত ভট্টাচার্যের জায়গায় এসেছে সাঈদ রমন। দলের টিডি দীপেন্দু বিশ্বাস বলছিলেন, 'লাগাতার ম্যাচ খেলে ছেলেরা ক্লান্ত।
 কলকাতা লিগে অয়্যাটাকিং ফুটবল খেললেও, এই টুর্নামেন্টে ছেলেরা সেই রিদম পাচ্ছে না। মরশুমের প্রথম ট্রফি জয়ের মুখে দাঁড়িয়েও ফুটবলারেরা হাল ছাড়তে নারাজ। ' বিপক্ষ দলে বেশকিছু ভালমানের বিদেশি আছে। এই নিয়ে দীপেন্দু বলেছে,'বিদেশীদের বাড়তি দায়িত্ব নিতেই হবে। গোলের সুযোগ মিস করলে চলবে না। টুর্নামেন্টে গোলের সুযোগ নষ্ট হয়েছে। তবু দল ফাইনালে। কিন্তু ফাইনাল ম্যাচে গোলের সুযোগ মিস মানেই গোটা টুর্নামেন্টের পারফর্মেন্স জলে ডুবিয়ে দেওয়া।' এদিকে দলের কোচ সাঈদ রমন মরশুমের প্রথম ট্রফি ঘরে তুলতে খামতি রাখতে নারাজ। রমনের মতে, 'ফাইনাল ম্যাচের টেম্পারমেন্ট অন্যরকম। ম্যাচ টেম্পারমেন্ট যে দল ধরে রাখতে পারবে, ট্রফি তার।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.