ইলেকট্রিক বিল কমাতে উদ্যোগী পোস্ট অফিস।
নজরবন্দি ব্যুরোঃ ইলেকট্রিক বিল নিয়ে অনেককেই অনেক সময় ভিসন সমস্যায় পড়তে হয়। বেশি মাত্রায় ইলেকট্রিক বিল এলে সেই বিল শোধ করাটা একটা কঠিন বিষয় হয়ে দাড়ায়। কিন্তু সবসময় হঠাৎ বিল বেশি আসার কারণ কি তা বোঝা যায়না। পোস্ট অফিসকে এতদিন দেখা গেছে ছোট ছোট প্রকল্পের মাধ্যমে উচ্চ হারে সুদ দিতে সাধারণ মানুষকে। কিন্তু খুব শীঘ্রই ইলেকট্রিক বিল কমানোর জন্য সমাধান নিয়ে আসতে চলেছে পোস্ট অফিস। একটি নতুন সুবিধা পেতে পারেন গ্রাহকেরা। এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রিক বিল কমানোর এমন কোন সমাধান আছে পোস্ট অফিসের কাছে? ইলেকট্রিক বিল কমানোর জন্য পোস্ট অফিস নিয়ে আসতে ভলেছে এক বিশেষ ধরনের এলইডি বাল্ব, টিউব লাইট, ফ্যান।
বিশেষ ধরনের এই লাইট ও ফ্যানের জন্য এনার্জি এফেসিয়েন্সি সার্ভিস লিমিটেড এর সঙ্গে যুক্ত হয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট। তথ্য অনুযায়ী জানা যাচ্ছে ডিওপি নেটওয়ার্ক এর মাধ্যমে সারা ভারতের এই বিশেষ লাইট ও ফ্যানের বন্টন করবে ইইএসএল।
ইইএসএল জানিয়েছে, রাজ্যের নির্দিষ্ট কিছু পোস্ট অফিসের মাধ্যমে এই লাইট ফ্যান গ্রাহকদের দেওয়া হবে। শুধু তাই নয়, প্রয়োজনে নিয়ম মতো ওয়ারেন্টির মধ্যে বদলেও দেওয়া হবে সেগুল।২৩ টি পোস্ট সার্কেল এর মধ্যে বিভক্ত হয়ে বন্টন কাজ করা হবে। এই বিশেষ লাইট ও ফ্যানের বন্টনের জন্য বেশ কয়েকটি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে ইইএসএল।
কোন মন্তব্য নেই