Header Ads

গোলাপি টেস্টের জন্য ম্যাসকট প্রকাশ।

নজরবন্দি ব্যুরো: ২২ নভেম্বর ইডেন গার্ডেনে গোলাপি বলে দিন রাতের ঐতিহাসিক টেস্ট ম্যাচে বল গড়াতে চলেছে। তার আগে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়ে গেল ম্যাসকটের। নীল টি শাট পড়া পিঙ্কু ও টিঙ্কু গোলাপি ছটা ছড়িয়ে দিতে তৈরি শহর জুড়ে।
সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ক্রিকেটের নন্দনকাননে হতে চলেছে। গোটা ইডেন গার্ডেনকে গোলাপি বাতি আর রঙে মুড়ে ফেলা হয়েছে। ম্যাসকটের ছবি আর কাট আউট ছড়িয়ে দেওয়া হয়েছে শহরে। গোলাপি রঙে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। আলোকিত গোলাপি বেলুক উড়ানো হয়েছে ইডেন গার্ডেনে। টেস্ট ম্যাচ চলাকালীন উড়বে। শহিদ মিনার এবং কলকাতার বিশেষ কয়েকটি পার্ককেও গোলাপি আলোয়া রাঙায়িত করা হয়েছে। সিএবি ও বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরোধে হুগলি নদীর বুকে একটি ভেসেলকে গোলাপি রঙে ভাসানো হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.