সাম্বা ঝড়ে উড়ে গেল মেক্সিকো, যুব বিশ্বকাপ সেলেকাওদের দখলে।
নজরবন্দি ব্যুরো: মেক্সিকোকে ২-১ গোলে উড়িয়ে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। রবিবার ব্রাসিলিয়াতে চারবারের জন্য ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ নিজেদের দখলে ধরে রাখলো ব্রাজিল। ৬৬ মিনিটে ব্রায়ান গঞ্জালেসের গোলে এগিয়ে যায় মেক্সিকো। গোল খেয়ে কিছুটা ছন্নছাড়া হয়ে গিয়েছিল সেলেকাওরা।
কিন্তু মুহুর্তেই নিজেদের সামলে নিয়ে আক্রমণে ঝড় তোলে। ম্যাচের শেষ ১০ মিনিট শুধুই সাম্বা ম্যাজিক। পেনাল্টি থেকে ব্রাজিল প্রথম গোল পায়। কায়ো জর্জের শট মেক্সিকোর জালে জড়াতেই ম্যাচে ১-১ সমতায় ফিরে আসে ব্রাজিল। যদিও পেনাল্টি ঘিরে বিতর্ক থেকেই যাচ্ছে। ভিডিও অয়্যাসিসটেন্ট রেফারির সাহায্য নিতে হয় পেনাল্টির জন্য। এর জেরে ম্যাচ শেষে মেক্সিকান কোচ সমালোচনা করেছেন।
ফাইনাল ম্যাচ অতিরিক্ত সময়ের ৩ মিনিটের বয়সে লাজারোর গোলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যায় ব্রাজিল। অন্যদিকে ৮ বছরে মেক্সিকো তিনবার অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনালে উঠলেও একবারও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। দেশের মাটিতে বিশ্বকাপ জয় নিঃসন্দেহে সেলেকাওদের উৎসব পালনে বাড়তি উৎসাহ জোগাবে।
কিন্তু মুহুর্তেই নিজেদের সামলে নিয়ে আক্রমণে ঝড় তোলে। ম্যাচের শেষ ১০ মিনিট শুধুই সাম্বা ম্যাজিক। পেনাল্টি থেকে ব্রাজিল প্রথম গোল পায়। কায়ো জর্জের শট মেক্সিকোর জালে জড়াতেই ম্যাচে ১-১ সমতায় ফিরে আসে ব্রাজিল। যদিও পেনাল্টি ঘিরে বিতর্ক থেকেই যাচ্ছে। ভিডিও অয়্যাসিসটেন্ট রেফারির সাহায্য নিতে হয় পেনাল্টির জন্য। এর জেরে ম্যাচ শেষে মেক্সিকান কোচ সমালোচনা করেছেন।
কোন মন্তব্য নেই