ভয়ঙ্কর! খাটের সঙ্গে বেঁধে বোনকে ধর্ষণ নাবালকের।
নজরবন্দি ব্যুরো: ধর্ষণ কান্ড প্রতিনিয়ত বেড়েই চলেছে। গুরগাঁও - এর সেক্টর ৫১ - তে ঘটে এক মর্মান্তিক ঘটনা। তুতো বোনকে খাটের সঙ্গে হাত - পা বেঁধে ধর্ষণের অভিযোগ ওঠে ১৬ বছরের এক কিশোরের ওপর।
গত শুক্রবার হঠাৎ করেই ওই নাবালিকা স্কুলের মধ্যে অজ্ঞান হয়ে পরে। কিচ্ছুক্ষন পর জ্ঞান ফিরলে আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারের ভয়ানক অভিজ্ঞতার কথা জানায় সে শিক্ষকদের। মেয়েটির মা জানিয়েছেন, তাঁর জা অসুস্থ থাকায় বাড়ির কাজের সাহায্যের জন্য তাঁর বাড়িতে মেয়েকে পাঠিয়ে ছিলেন। অসুস্থ জা তাঁর ছেলে ও ভাসুরঝিকে বাড়িতে রেখে ডাক্তারের কাছে যান। তখনই ওই কিশোরীর উপর হামলে পরে তার তুতো দাদা।
গুরগাঁও পুলিশের জনসংযোগ আধিকারিক সুভাষ বোকান জানান যে, মেয়েটির মা তার জায়ের ছেলের বিরুদ্ধে মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এও জানিয়েছে, মেয়েটির হাত - পা খাটের সঙ্গে বেঁধে তাকে ধর্ষণ করে নাবালকটি। পুলিশ অভিযুক্ত নাবালককে আটক করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত শুক্রবার হঠাৎ করেই ওই নাবালিকা স্কুলের মধ্যে অজ্ঞান হয়ে পরে। কিচ্ছুক্ষন পর জ্ঞান ফিরলে আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারের ভয়ানক অভিজ্ঞতার কথা জানায় সে শিক্ষকদের। মেয়েটির মা জানিয়েছেন, তাঁর জা অসুস্থ থাকায় বাড়ির কাজের সাহায্যের জন্য তাঁর বাড়িতে মেয়েকে পাঠিয়ে ছিলেন। অসুস্থ জা তাঁর ছেলে ও ভাসুরঝিকে বাড়িতে রেখে ডাক্তারের কাছে যান। তখনই ওই কিশোরীর উপর হামলে পরে তার তুতো দাদা।
কোন মন্তব্য নেই