গোলাপি টেস্টে চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান ইডেন গার্ডেনে।
নজরবন্দি ব্যুরো: রাত পোহালেই ক্রিকেটের নন্দনকাননে গোলাপি টেস্ট। ভারত বাংলাদেশ দুই দেশ প্রথমবারের জন্য খেলতে নামবে ঐতিহাসিক গোলাপি বলে টেস্ট, দিন রাতের। আর এই গোলাপি টেস্টের প্রথম দিনকে স্মরণীয় করে রাখতে সিএবি তথা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় কোন খামতি রাখতে নারাজ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডেন বেল বাজিয়ে ঐতিহাসিক গোলাপি টেস্টের শুভ সূচনা করবেন।
তার আগে ইডেন গার্ডেনের ইন্ডোর স্টেডিয়ামের ফিতে কাটবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সেনাবাহিনীর প্যারা রেজিমেন্টের দুই কম্যান্ডো আকাশ পথে প্যারাসুট করে ইডেনের বাইশ গজে নেমে দুই দেশের অধিনায়কের হাতে গোলাপি বল তুলে দেবে। গোলাপি টেস্টে টস হবে সোনার কয়েনে। তবে টসের আগে থাকবে সঙ্গীতাষ্ঠান, থাকবে সংবর্ধনা। গোলাপি টেস্টের প্রথম দিনে ২০ মিনিটের চা বিরিতিতে দুই দলের প্রাক্তন অধিনায়কদের সঙ্গে থাকবেন ক্রীড়া জগৎ এর তারকারা। ছোট গাড়িতে চড়িয়ে বাউন্ডারি লাইনে ঘোরানো হবে। এখানেই শেষ নয়।
ভারতীয় ক্রিকেটের 'ফ্যাব ফাইভ' সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ, অনিল কুম্বলকে নিয়ে ৪০ মিনিটের সুপার ব্রেকে থাকবে টক শো। ইডেনের প্রথম দিনে উপস্থিত দর্শকেরা জায়ান্ট স্ক্রিনে এই টক শো দেখতে পারবেন। প্রথম দিনের গোলাপি টেস্টের শেষে হবে সংবর্ধনা অনুষ্ঠান। ২০০০ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্ট ম্যাচ খেলেছিল। ওই সময়ে দুই দেশের হয়ে খেলা ক্রিকেটারদের দেওয়া হবে সংবর্ধনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও সংবর্ধিত করা হবে। এই সংবর্ধনা অনুষ্ঠানের আগে রুনা লায়লা দুটি বাংলা একটি হিন্দি গান পরিবেশন করবেন। সঙ্গে সুরকার জিৎ গাঙ্গুলি দর্শকদের মনোরঞ্জন করবেন।
কোন মন্তব্য নেই