Header Ads

ভারত-বাংলাদেশের পিঙ্ক টেস্টে বেটিংয়ের অভিযোগে ধৃত চার।

নজরবন্দি ব্যুরো: ভারত - বাংলাদেশের ঐতিহাসিক পিংক টেস্ট ছিল ২২ নভেম্বর। ক্রিকেটের এই ঐতিহাসিক টেস্টে বেটিংয়ের অভিযোগ ওঠে কলকাতার ৪ বাসিন্দার উপর।জোড়াবাগান থানার অন্তর্গত বৃন্দাবন বসাক স্ট্রিট থেকে আগাম খবর পেয়ে কলকাতা পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। ধৃতদের জেরা করে পরে নিউমার্কেট এলাকা থেকে আরও এক ব্যাক্তিকে গ্রেফতার কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মুরলিধর শর্মা জানান, ধৃতদের কাছ থেকে ৪ টি মোবাইল ফোন, 2 টি কম্পিউটার এবং নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতদের নাম - কুন্দন সিং (২২),মুকেশ মালি (৫২),সঞ্জয় সিং (৪২) এবং মহম্মদ সরজিল হোসেন (২২)। ধৃতদের বিরুদ্ধে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যেমে বেটিংয়ে জড়িয়ে থাকার অভিযোগ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.