ইডেনে গোলাপি টেস্টে আসছে ফ্যাব ফাইভ, সঙ্গে চ্যাট শো!
নজরবন্দি ব্যুরো: ঐতিহাসিক দিন রাতের গোলাপি টেস্টের প্রথম দিনের বিরতিতে ভারতীয় ক্রিকেটের 'ফ্যাব ফাইভ' সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ, অনিল কুম্বলের উজ্জ্বল উপস্থিতি সঙ্গে সিএবি আয়োজিত চ্যাট শো ক্রিকেটের নন্দনকাননে বিশেষ মাত্রা যোগ করে দিতে চলেছে। ক্রিকেটের নস্টালজিয়ায় গা ভাঁসিয়ে দিতে তৈরি ইডেন গার্ডেনের দর্শকেরা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়ক থাকার সময়ে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার টানা ১১ টেস্ট ম্যাচ জয়ের অশ্বমেধের ঘোড়া ধরাশায়ী হয়ে পড়েছিল সৌরভের ভারতের কাছে। ভারতীয় দলে ছিলেন সচিন, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ, অনিল কুম্বলে।
ইডেনের পিচে দ্রাবিড়-লক্ষণের যুগলবন্দী শুধু ইডেনের ক্রিকেটে নয়, বিশ্ব ক্রিকেটে মিথ। আর ইডেনের বাইশ গজেই তো অনিল কুম্বলের ইনিংসে ১০ উইকেট নেওয়ার ইতিহাস অমর হয়ে রয়েছে। আর মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ১৯৯ তম ম্যাচের সাক্ষী ক্রিকেটের এই নন্দনকানন। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে ফ্যাব ফাইভের উজ্জ্বল উপস্থিতি আর সিএবি আয়োজিত চ্যাট শো 'পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে আয়'...ইডেনে গোলাপি টেস্টে বল গড়ানোর আগে সিএবি প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেন গার্ডেনের ঘন্টা বাজাবেন দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শুরুর আগে। তিলোত্তমাকে মুড়ে ফেলা হবে গোলাপি টেস্টের জন্য বিশেষ পোস্টারে।
ইডেনের পিচে দ্রাবিড়-লক্ষণের যুগলবন্দী শুধু ইডেনের ক্রিকেটে নয়, বিশ্ব ক্রিকেটে মিথ। আর ইডেনের বাইশ গজেই তো অনিল কুম্বলের ইনিংসে ১০ উইকেট নেওয়ার ইতিহাস অমর হয়ে রয়েছে। আর মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ১৯৯ তম ম্যাচের সাক্ষী ক্রিকেটের এই নন্দনকানন। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে ফ্যাব ফাইভের উজ্জ্বল উপস্থিতি আর সিএবি আয়োজিত চ্যাট শো 'পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে আয়'...ইডেনে গোলাপি টেস্টে বল গড়ানোর আগে সিএবি প্রস্তুতিতে খামতি রাখতে নারাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেন গার্ডেনের ঘন্টা বাজাবেন দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শুরুর আগে। তিলোত্তমাকে মুড়ে ফেলা হবে গোলাপি টেস্টের জন্য বিশেষ পোস্টারে।

No comments