আপনি কি মাধ্যমিক পাশ? তাহলে চাকরী পেতেই পারেন ISRO প্রতিষ্ঠানে।
নজরবন্দি ব্যুরো: আপনি মাধ্যমিক পাশ, বয়স ৩৫ বছর! তাহলে ISRO প্রতিষ্ঠানে চাকরী করার সুবর্ণ সুযোগ এখন আপনার সামনে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISRO ৯০ পদে লোক নিয়োগ করতে চলেছে। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। বয়সের উর্দ্ধসীমা ৩৫ বছরের মধ্যে। পাম্প অপারেটর কাম মেকানিক, বয়লার অয়্যাটেনডেন্ট, ইনস্ট্রুমেন্ট মেকানিক,ইলেকট্রনিক মেকানিক, ইলেক্ট্রিশিয়ান নানা পদে ISRO লোক নিয়োগ করতে চলেছে। প্রত্যেক পদে আগ্রহী কর্মপ্রার্থীদের অন্তত পক্ষে ৫ বছরের কাজের অভিঞ্জতা থাকতে হবে।
কর্মীদের বেতনক্রম ১২,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত হতে পারে। সঙ্গে অতিরিক্ত গ্রেড পে বাবদ কর্মীরা প্রতি মাসে পেতে পারেন ২৫,৩৮৯ টাকা। মহারাষ্ট্রের রায়গড়ে কেমিক্যাল ফ্যাসিলিটি এবং শ্রীহরিকোটার গ্রাউন্ড স্টেশনে এই কর্মীদের নিযুক্ত করা হবে। আগ্রহী প্রার্থীদের ২৯ নভেম্বরের পর্যন্ত আবেদন করতে হবে। আগ্রহী কর্মপ্রার্থীদের ISRO কর্তৃপক্ষ প্রথমে লিখিত পরীক্ষা নেবে। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ইন্টার্ভিউ নেবে কর্তৃপক্ষ। এরপরেই ISRO কর্তৃপক্ষ নিয়োগপত্র দেবে যোগ্য প্রার্থীর হাতে। এই বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী কর্মপ্রার্থীদের ISRO ওয়েবসাইট www.isro.gov.in লগ ইন করতে পারেন।

No comments