Header Ads

ম্যাচ ফিক্সিং নিয়ে কড়া পদক্ষেপ নিয়ে নিল দ্বীপরাষ্ট্র।

নজরবন্দি ব্যুরো: ম্যাচ ফিক্সিং জড়িত অপরাধে ক্রিকেটার এবং ব্যক্তি ধরা পড়লেই ১০ বছরের জেল এবং জরিমানা। এমনই কড়া আইন পাশ হয়ে গেল শ্রীলংকার সংসদে। 'প্রিভেনশন অফ অফেনসেস রিলিটেড টু স্পোর্টস' বিলটি সংসদে পেশ করে দ্বীপরাষ্ট্রের ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো। বিলটিকে সমর্থন করে বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক তথা সাংসদ অর্জুন রণতুঙ্গা। বিলটিতে রয়েছে, ম্যাচ ফিক্সিং কোন ব্যক্তি পরোক্ষভাবে যুক্ত থাকলে কিংবা ক্রিকেটার ও বুকির মধ্যে মধ্যস্থতাকারির ভূমিকা নিলে, কিংবা খবর সংগ্রহ করলে শাস্তি পেতে হবে।
বিলটিকে ফৌজিদারি মামলায় অন্তর্ভূক্ত করে এশিয়ার ক্রিকেট খেলিয়ে দেশের মধ্যে শ্রীলংকা নজির গড়ে তুলেছে। অর্থাৎ ম্যাচ ফিক্সিংকে ফৌজিদারি আদালতে বিচার প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে। যা শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই গণ্য হবে। প্রসঙ্গত ২০১৭ সালে দ্বীপরাষ্ট্রে সীমিত ওভেরের লিগে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ ওঠে। এই ঘটনায় শ্রীলংকার জোরে বোলার দিলহারা লুকেহেটিগো এক বছরের জন্য সাসপেন্ড হয়েছে। দুর্নীতির অভিযোগ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য সনৎ জয়সূর্য এবং নোয়ান জয়সার ওপর শাস্তির খাঁড়া নেমে এসেছে। আইসিসির দুর্নীতি দমন শাখার স্ক্যানারের তলায় দ্বীপরাষ্ট্রের ক্রিকেট। তাই বাধ্য হয়েই ম্যাচ ফিক্সিং নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েই নিলো শ্রীলংকা জন প্রশাসন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.