Header Ads

রাজ্যে ২০২০ শিক্ষাবর্ষে বদল, প্রাথমিকেই পঞ্চম শেণী।

নজরবন্দি ব্যুরো: রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি। ২০২০ নয়া শিক্ষাবর্ষে রাজ্য প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করে দিতে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। চর্চ্চা চলছে অনেক দিন ধরেই। পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে অন্তর্ভুক্ত করা নিয়ে শিক্ষা মহলে আলোচনা কম হয়নি। পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সরকারি কাগজে কলমে বহাল থাকলেও বাস্তবায়নের পথে এতদিন অন্তরায় হয়ে দাড়িয়েছিল শিক্ষাঙ্গনের পরিকাঠামো। এবার কিন্তু রাজ্যে প্রাথমিক শিক্ষার ভোল বদল হতে চলেছে।
 ২০২০ শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করার বিষয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। রাজ্যে প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজার। এর মধ্যে মাত্র দুই হাজার প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো এবং শিক্ষকের অভাবের জন্যই পঞ্চম শ্রেণী প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মধ্যে থেকেও ব্রাত্য। তাই রাজ্য শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামোকে ঢেলে সাজিয়ে এবং পর্যাপ্ত শিক্ষকের চাহিদা পূরণ করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হবে।
 যে সমস্ত রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে পরিকাঠামো এবং শিক্ষক রয়েছে সেখানে ২০২০ শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিকে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করে পঠন পাঠন শুরু হয়ে যাবে। রাজ্যে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে রাজ্য পাশ ফেল প্রথা ফিরিয়ে এনেছে। আর সেই কারণেই প্রাথমিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ হতে চলেছে, শিক্ষাকে আরও সময়োপযোগী করে তোলার লক্ষ্য নিয়ে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.