Header Ads

ডিজিটাল রেশন কার্ড নিয়ে বিঞ্জপ্তি বের করলো রাজ্য সরকার।

নজরবন্দি ব্যুরো: রাজ্য জুড়ে ডিজিটাল রেশন কার্ড তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে। রাজ্য সরকার নতুন করে বিঞ্জপ্তি জারি করেছে ডিজিটাল রেশন কার্ড নিয়ে। এই বিঞ্জপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে সমাজের কোন শ্রেণী ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন কার্ড এর সরকারি সুবিধা পেতে পারবেন না। সমাজের সকল শ্রেণী ডিজিটাল রেশন কার্ড লাভ করতে পারবেন। তবে বিশেষ কয়েকটি ক্ষেত্রে ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন কার্ড পাবে না সমাজের সকল শ্রেণী। ভর্তুকিযুক্ত রেশনের সুবিধা পাবে না:- যন্ত্রচালিত দুই চাকা, তিন চাকা, চার চাকা বিশিষ্ট গাড়ি, মাছ ধরার নৌকো, যান্ত্রিক দুই চাকা এবং তিন চাকা চালিত কৃষি কাজে ব্যবহৃত উপুকরণ যেমন হারভেস্টার, ট্রাক্টর ইত্যাদি থেকে থাকলে। যে পরিবারের কোন একজন সদস্য রাজ্য, কেন্দ্র, রাষ্ট্রয়াত্ত অথবা সরকারি সহায়তা প্রাপ্ত স্বশাসিত বা স্বায়ত্তশাসিত সংস্থার গেজেটেড বা নন গেজেটেড কর্মচারী হয়ে থাকেন। যে পরিবারের কোন একজন সদস্যের মাসিক আয় ১৫,০০০ টাকার অধিক।
আয়কর বা বৃত্তিকর প্রদান করে থাকে এমন ব্যক্তি। ৩ বা তার বেশি ঘর যার পাকা দেওয়াল ও ছাদ রয়েছে এমন পরিবার। যে পরিবারে ফ্রিজ রয়েছে। ল্যান্ড লাইনে ফোন রয়েছে এমন পরিবার। ২.৫ একরের বেশি সেচযুক্ত জমি এবং অন্তত ১ টি ডিজেল বা বিদ্যুৎ চালিত জলসেচের যন্ত্র রয়েছে এমন পরিবার। ২.৫ একর বা তার অধিক দো ফসলী বা তিন ফসলী জমি রয়েছে এমন পরিবার। শহরের ক্ষেত্রে তিন বা তার অধিক কক্ষ বিশিষ্ট পাকা দেওয়াল ও ছাদ আছে এমন পরিবার। চারা চাকার মোটর গাড়ি, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, ইন্টারনেট সুবিধাযুক্ত কম্পিউটার বা ল্যাপটপ আছে এমন পরিবার এরই সঙ্গে ল্যান্ড লাইন টেলিফোন, ফ্রিজ, ওয়াশিং মেশিন নানা জিনিস পরিবারে থেকে থাকলে ওই পরিবার ভর্তুকিযুক্ত রেশন পরিষেবা পাবে না। তবে ওই পরিবার ভর্তুকিহীন রেশন পরিষেবা পাবে ডিজিটাল রেশন কার্ড হাতে থাকলে। দারিদ্রসীমার নীচে বসবাসকারীরা পাবেন ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন পরিষেবা আর স্বচ্ছল পরিবার ভর্তুকিহীন ডিজিটাল রেশন পরিষেবা পাবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.