Header Ads

হাওড়া পুরসভার বাষট্টি নম্বর ওয়ার্ডের রেল কলোনি ডেঙ্গির আঁতুরঘর।

নজরবন্দি ব্যুরোঃ লিলুয়ার রেল কলোনির বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে ডেঙ্গির আতঙ্ক। রেল কলোনি হওয়া সত্ত্বেও অপরিস্কার এই এলাকা। চারিদিক আবর্জনায় ভর্তি। আগাছার জঙ্গলে ভোরে আছে গোটা এলাকা। জমা জলে মশার লার্ভা। লিলুয়া রেল কলোনি যেন ডেঙ্গির আঁতুড়ঘরে পরিণত হয়েছে। খোলা নিকাশি নালা। চারিদিকে ফেলে রাখা পাত্রে জমা জল। আর তাতেই জন্ম নিয়েছে ডেঙ্গির মশা। ইতি মধ্যেই এলাকার বেশ কিছু মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। এই এলাকা হাওড়া পুরসভার বাষট্টি নম্বর ওয়ার্ডে।
 ডেঙ্গিতে রাজ্যের বেহাল অবস্থা আগে থেকেই, তা সত্ত্বেও রেলের পক্ষ থেকে লিলুয়ার এই এলাকা পরিষ্কার করার হুঁশ হয়নি কেন? এলাকার বাসিন্দাদের অভিযোগ, রেলের এলাকা হলেও এই এলাকা সাফায়ের কোন নেই রেলের। অবশেষে, হাওড়া পুরসভার পক্ষ থেকে এলাকা পরিষ্কারের কাজ শুরু করা হয়। সোমবার সকালে পুরসভার লোকেরা এলাকায় অভিযান চালায়। এলাকা কে ডেঙ্গি মুক্ত করার জন্য নানান ব্যবস্থা নেওয়া হয়। মশা মারার ধোঁয়া দেওয়া হয়। দেওয়া হয় মশা মারার তেল। এলাকার চার পাশে ব্লিচিং পাউডার ছড়ানো হয়। সকলের বক্তব্য এই ঘটনায় গাফিলতির জন্য দায়ি রেল কতৃপক্ষ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.