আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল, খতিয়ে দেখবে বুলবুলের তান্ডব।
নজরবন্দি ব্যুরো: শুক্রবার রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। ঘূর্ণিঝড় 'বুলবুল' এর গ্রাসে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে প্রতিনিধি দলের রাজ্যে আগমন ঘটতে চলেছে। নবান্ন সূত্রে এমনই খবর এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্যসচিবের নেতৃত্বতে টাস্ক ফোর্স গঠন হয়ে গিয়েছে। বুধবার নবান্নে টাস্ক ফোর্স বৈঠক সেরে ফেলেছে। বৈঠকে ঠিক হয়েছে উত্তর ২৪ পরগণা ল, দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর তিন জেলায় টাস্ক ফোর্স তৈরি করা হবে। তিন জেলার তিনজন আলাদা আলাদা করে জেলাশাসক জেলার টাস্ক ফোর্সকে লিড দেবে।
নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার রাজ্যের ১৪ দফতরের আধিকারিকেরা বুলবুল বিপর্যস্ত এলাকার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট তৈরি করবে। ওই পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্যের মুখ্যসচিবের কাছে জমা পড়বে। মুখ্যসচিব রাজীব সিংহ ওই পূর্ণাঙ্গ রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠাবে। গত সোমবার মুখ্যমন্ত্রী আকাশপথে বুলবুল বিধ্বস্ত বকখালি নামখানা ঘুরে দেখেন। কাকদ্বীপের প্রশাসনিক বৈঠকে বুলবুলের জেরে মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতি থেকে দুর্গত মানুষদের রিলিফ দেওয়ার জন্য বিশেষ কিছু নির্দেশ জারি করেছেন। রাজ্যে দুর্যোগের পরেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রক ফোন করে মুখ্যমন্ত্রীর কাছ থেকে পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নিয়েছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছে কেন্দ্র সরকার।
নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার রাজ্যের ১৪ দফতরের আধিকারিকেরা বুলবুল বিপর্যস্ত এলাকার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট তৈরি করবে। ওই পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্যের মুখ্যসচিবের কাছে জমা পড়বে। মুখ্যসচিব রাজীব সিংহ ওই পূর্ণাঙ্গ রিপোর্ট কেন্দ্রের কাছে পাঠাবে। গত সোমবার মুখ্যমন্ত্রী আকাশপথে বুলবুল বিধ্বস্ত বকখালি নামখানা ঘুরে দেখেন। কাকদ্বীপের প্রশাসনিক বৈঠকে বুলবুলের জেরে মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। উদ্ভূত পরিস্থিতি থেকে দুর্গত মানুষদের রিলিফ দেওয়ার জন্য বিশেষ কিছু নির্দেশ জারি করেছেন। রাজ্যে দুর্যোগের পরেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রক ফোন করে মুখ্যমন্ত্রীর কাছ থেকে পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নিয়েছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছে কেন্দ্র সরকার।

No comments