ডেঙ্গু রুখতে ব্যর্থ সরকার। তারই প্রতিবাদ মিছিলে পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধ।
নজরবন্দি ব্যুরো: ডেঙ্গু রুখতে ব্যর্থ রাজ্য সরকার। তারই প্রতিবাদে  আজ পুরসভা অভিযানে বিজেপি। সারা রাজ্য জুড়ে যেভাবে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ সেই ডেঙ্গু নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যর্থ পুরসভা গুলো এবং রাজ্য সরকার। ডেঙ্গু আক্রান্ত মৃতের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে অথচ সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো কে এমন ভাবে চাপে রেখেছে যে ডেঙ্গুতে মৃত্যু হলেও তা গোপন করা হচ্ছে অভিযোগ বিজেপির। এই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে দুমধুমার সেন্ট্রাল এভিনিউয়ে ।এদিন বিজেপির কর্মসূচিকে ঘিরে চাঁদনি চকের কাছে আগে থেকেই ব্যারিকেড করা ছিল। সেখানে গিয়ে আটকে পড়ে মিছিল। এরপরেই শুরু হয়ে যায় পুলিশ-বিজেপি খণ্ডযুদ্ধ।
পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছোঁড়া হয় বলেও অভিযোগ। রণক্ষেত্রে পরিণত হয় সেন্ট্রাল এভিনিউ। মিছিল করে যাবার সময় বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙলে পুলিশ জলকামান ব্যবহার করে। পরে পুলিশ বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, যুব মোর্চার সভাপতি দেবজিত্ সরকার-সহ অনেকেই গ্রেফতার করা হয়। এই অভিযানে ছিলেন বিজেপির মহিলা সদস্যরাও। ছিলেন টলিউডের অভিনেত্রীরাও। তাঁদের অভিযোগ মহিলা পুলিশ নয়, পুরুষ পুলিশ দিয়ে, তাঁদের হেনস্থা করা হয়েছে। বেপরোয়া লাঠি চালানোর অভিযোগও করেছেন তাঁরা।
পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছোঁড়া হয় বলেও অভিযোগ। রণক্ষেত্রে পরিণত হয় সেন্ট্রাল এভিনিউ। মিছিল করে যাবার সময় বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙলে পুলিশ জলকামান ব্যবহার করে। পরে পুলিশ বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়, যুব মোর্চার সভাপতি দেবজিত্ সরকার-সহ অনেকেই গ্রেফতার করা হয়। এই অভিযানে ছিলেন বিজেপির মহিলা সদস্যরাও। ছিলেন টলিউডের অভিনেত্রীরাও। তাঁদের অভিযোগ মহিলা পুলিশ নয়, পুরুষ পুলিশ দিয়ে, তাঁদের হেনস্থা করা হয়েছে। বেপরোয়া লাঠি চালানোর অভিযোগও করেছেন তাঁরা।

No comments