Header Ads

বুলবুলে বিধ্বস্ত ত্রানকার্যে গতি আনতে কর্মীদের ইনসেনটিভ ঘোষণা মমতার।

নজরবন্দি ব্যুরো: 'বুলবুল' ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বসিরহাট মহকুমা আকাশপথে পরিদর্শন সেরে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পরিদর্শন শেষে বসিরহাটের প্রশাসনিক বৈঠকে রাজ্য সরকারি কর্মীদের ইনসেনটিভ দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ত্রান এবং পুর্নবাসনের কাজে গতি আনতেই ইনসেনটিভের দাওয়াই এর পথে হাটলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কথায়, 'এখন ইর্মাজেন্সি। আপনারা বেশি করে কাজ করুন। আট ঘন্টার জায়গায় ১২ ঘন্টা কাজ করুন। দরকার হলে সরকার ইনসেনটিভ দেবে। সবার আগে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে।' বসিরহাট মহকুমায় বুলবুলের গ্রাসে ৫ জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। বসিরহাটের প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৫ লক্ষের বেশি ঘর বাড়ি ভেঙে গিয়েছে। যত শীঘ্র ক্ষতিগ্রস্তদের বাড়ি বানিয়ে দেওয়া হবে।
জমিতে জল জমে রয়েছে, তাই পাম্প করে জল বের করে দিতে হবে। সরকার কৃষকের পাশে রয়েছে। গ্রামে গ্রামে ভ্রাম্যমাণ মোবাইল স্বাস্থ্য টিম পাঠানোর নির্দেশ দেওয়ার সঙ্গে মুখ্যমন্ত্রীর গলায় প্রশাসনের প্রশংসা শোনা গিয়েছে। জানিয়েছেন, '১লক্ষ ৭০ হাজার মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। এটা বড় কাজ। এখনও অনেক জায়গায় জল জমে রয়েছে। জল নামানোর জিন্য দ্রুত ব্যবস্থা নিতে হবে।' মুখ্যমন্ত্রী র নির্দেশ প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে, বেবি ফুড, শুকনো খাওয়ার, জ্বরের ওষুধ, ওআরএস বেশি করে বণ্টন করুন। বাড়তি লোকজনের দরকার হলে ১০০ দিনের প্রকল্পে লোক নিন সহায়ক হিসেবে। ত্রান আর পুর্নবাসন ঘিরে রাজনীতির রঙ লেগেই থাকে। বসিরহাটের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা,ত্রানের কাজে রাজনীতির রঙ দেখবেন না। সব মানুষের কাছে যাতে ত্রান পৌছে যায় সেবিষয়ে সতর্ক করেছেন সকলকে। মুখ্যমন্ত্রীর কথায়,"এটা এর ঘর, ওটা তার ঘর, বাছবিচার করবেন না।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.