Header Ads

ইডেনে গোলাপি টেস্টের সময় বদল।

 নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার থেকে সিরিজের প্রথম টেস্ট শুরু হয়েছে। দুই টেস্ট ম্যাচের সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ২২ নভেম্বর ভারত বাংলাদেশ খেলবে দিন রাত মিলিয়ে গোলাপি বলে, কলকাতায়। ইডেন গার্ডেনে চলছে শেষ মূহুর্তের চূড়ান্ত প্রস্তুতি। এরই মাঝে গোলাপি বলে ইডেন টেস্ট শুরুর সময় বদলে গেল। দুপুর ১.৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল ইডেন টেস্ট। সময় বদল করে আধঘণ্টা আগে শুরু হতে চলেছে গোলাপি বলে ঐতিহাসিক টেস্ট ম্যাচ। দুপুর ১.০০ টার সময়ে শুরু হতে চলেছে দিন রাতের গোলাপি বলে টেস্ট ম্যাচ।
নভেম্বরের শেষের দিকে কলকাতায় সন্ধ্যের দিকে শিশির পড়ে। তাই সিএবি বিসিসিআইকে চিঠি দিয়েছিল দ্বিতীয় টেস্টের সময় বদল করার জন্য। ভারতীয় বোর্ডের সম্মতি পেতেই ইডেন গার্ডেনে গোলাপি টেস্টের সময় বদলে শুরু হতে চলেছে দুপুর ১.০০টার সময়ে। এই বিষয়ে ভারতীয় বোর্ডের এক শীর্ষকর্তা জানিয়েছেন,'শিশিরের কথা মাথায় রেখে সিএবির অনুরোধ মেনে নেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্টের সময়ে বদল আনা হয়েছে। ম্যাচ শুরু দুপুর ১.০০ টায়। প্রথম সেশন ১ টা থেকে ৩ টে। দ্বিতীয় সেশন ৩.৪০ মিনিট থেকে বিকেল ৫.৪০ মিনিট। আর শেষ সেশন সন্ধ্যে ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.