Header Ads

ত্রাণ নিয়ে বাবুলের কথার জবাবে মুখ্যমন্ত্রী কি বললেন?

নজরবন্দি ব্যুরো: গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় দক্ষিণ ২৪ পরগণার বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। বাবুলকে দেখে এলাকার লোকজন ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। কালো পতাকা দেখতে হয় বাবুলকে। আর বৃহস্পতিবার নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয় নাম না করে অনুরোধ করে বলেছেন, ত্রাণ সংক্রান্ত কাজের থেকে রাজনীতিকে দূরে রাখুন। মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমি আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছি।' বিক্ষোভের দহনে পুড়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় 'জয় শ্রীরাম' ধ্বনি ওঠে ফ্রেজারগঞ্জের পথে।
 ত্রাণ নিয়ে নোংরা রাজনীতির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন,' ত্রাণ নিয়ে অনেকে রয়েছেন নোংরা রাজনীতি এবং ভাঙচুর করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলব রাজনীতিকে এই বিষয় থেকে দূরে রাখুন, এটা সময় নয় রাজনীতি করার।' দুর্যোগের এই পরিস্থিতিতে কেন্দ্র রাজ্য সমন্বয় রেখে কাজ করার কথা ছিল, কিন্ত এখন সেটা হচ্ছে না বলে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে শনিবার সাগরদ্বীপে সন্ধ্যের পড় আছড়ে পড়েছিল বুলবুল ঘূর্ণিঝড়। এর জেরে রাজ্যে প্রভাবিত প্রায় ৬ লক্ষ মানুষ। সঙ্গে ক্ষতিগ্রস্ত ৫ লক্ষ ঘরবাড়ি। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রে ট্রলার ডুবে ১৪ মৎস্যজীবীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। পশ্চিমবঙ্গে বুলবুল ধ্বংস লীলা চালিয়ে বাংলাদেশের দিকে চলে যায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.