শুক্রবার থেকে ৫৯ টাকায় মিলবে পেঁয়াজ।
নজরবন্দি ব্যুরো: খোলা বাজারে আলু আর পেঁয়াজের দাম উর্ধমুখী। মধ্যবিত্তের নাগালের বাইরে। মাথায় হাত গৃহস্থালির। নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যবিত্ত বাঙলিকে করলেন আশ্বস্ত। শুক্রবার থেকে 'সুফল বাংলায়' মিলবে ৫৯ টাকা দরে পেঁয়াজ। সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি ৭-৮ দিনের মধ্যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা যাবে। পুলিশকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, আলু পেঁয়াজ নিয়ে অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'সুফল বাংলায় ১৫ টাকা কিলো দরে আলু আর ৫৯ টাকা কিলো দরে পেঁয়াজ পাওয়া যাবে।'মুখ্যমন্ত্রীর কথায়, 'রাজ্যের হিমঘরে আলু মজুদ আছে ১৮ লক্ষ মেট্রিক টন। মজুত আলুতে ২ মাস চলে যাবে।' মমতা বলেছেন,'কিছু অসাধু ব্যাবসায়ী বেশি দাম নিচ্ছে। আলু, ফুলকপির দাম বেশি নিচ্ছে। সমস্যা আছে পেঁয়াজ নিয়ে। নাসিকের সাথে আমাদের চুক্তি হয়েছিল পেঁয়াজ দেবে ২৫ টাকা কিলো দরে। ওরা এখন চুক্তি মানছে না।' সব মিলিয়ে মধ্যবিত্ত বাঙালির হেঁশেলে পেঁয়াজ এখনও দূমুল্য।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'সুফল বাংলায় ১৫ টাকা কিলো দরে আলু আর ৫৯ টাকা কিলো দরে পেঁয়াজ পাওয়া যাবে।'মুখ্যমন্ত্রীর কথায়, 'রাজ্যের হিমঘরে আলু মজুদ আছে ১৮ লক্ষ মেট্রিক টন। মজুত আলুতে ২ মাস চলে যাবে।' মমতা বলেছেন,'কিছু অসাধু ব্যাবসায়ী বেশি দাম নিচ্ছে। আলু, ফুলকপির দাম বেশি নিচ্ছে। সমস্যা আছে পেঁয়াজ নিয়ে। নাসিকের সাথে আমাদের চুক্তি হয়েছিল পেঁয়াজ দেবে ২৫ টাকা কিলো দরে। ওরা এখন চুক্তি মানছে না।' সব মিলিয়ে মধ্যবিত্ত বাঙালির হেঁশেলে পেঁয়াজ এখনও দূমুল্য।

No comments