বিজিটি-এর আদালত অবমাননা মামলার শুনানি হল আজ, যা বললেন বিচারপতি
নজরবন্দি ব্যুরোঃ গ্রাজুয়েট শিক্ষকদের সংগঠন বিজিটিএর টিজিটি,ক্যাস ও স্টাফ প্যাটার্ন নিয়ে করা মামলাটির শুনানি হল আজ।আদালতের সামনে পে কমিশনের তরফে জানানো হয়েছে যে,ফিনান্স ডিপার্টমেন্টও তাদের কাছে এই একই বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।তাই তাঁরা মহামান্য আদালতের কাছে অতিরিক্ত আরও ৭ দিনের সময় চেয়ে নেন। মাননীয় বিচারপতি তাদের আবেদন মঞ্জুর করে আগামী শুক্রবার আবার শুনানির দিন ধার্য করেছেন এবং ঐ দিন পে কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে সিএএস ও স্টাফ প্যাটার্ন নিয়ে করা মামলাটি অন্য বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে।
এখন থেকে উক্ত মামলা দু'টির শুনানি মাননীয় বিচারপতি রবি কুমারের এজলাসে হবে।সম্ভবত আগামী সপ্তাহ থেকে এগুলির শুনানি আরম্ভ হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার মাননীয় বিচারপতি শরাফের বেঞ্চে এই মামলাটির শুনানি হয়।আদালত রাজ্যসরকারের কাছে গ্রাজুয়েট শিক্ষকদের টিজিটি সংক্রান্ত রিপোর্ট সম্পর্কে জানতে চান। এর উত্তরে সরকার পক্ষের আইনজীবী জানান,এইসময় রাজ্যসরকার ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট সংক্রান্ত বিষয়ে ব্যস্ত ছিল,তাই তারা আদালতের কাছে আরও এক সপ্তাহ সময় চেয়ে নেন।সমস্ত কিছু শোনার পর আদালত রাজ্যসরকারের উক্ত দাবি মঞ্জুর করেন এবং আজকে পুনরায় এই মামলার শুনানির দিন ধার্য করেন।

No comments