পঞ্চসায়র গণধর্ষণকান্ডে গ্রেফতার ট্যাক্সিচালক, আটক আরও ১
নজরবন্দি ব্যুরো : পঞ্চসায়র গণধর্ষণকান্ডের অভিযুক্ত এক ট্যাক্সিচালকে গ্রেফতার করল পুলিস। বাজেয়াপ্ত করা হয়েছে তার গাড়িটি। শনিবার রাতে নরেন্দ্রপুরের কাঠিপোঁতা অঞ্চল থেকে উত্তম রাম নামে ওই ট্যাক্সিচালক পুলিস হাতে ধরা পড়ে। আটক করা হয়েছে আরেক ট্যাক্সিচালককে। পুলিসের দাবি, জেরায় ধৃত যুবতীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। জেরায় উত্তম জানিয়েছে, ঘটনার দিন নিউ গড়িয়া স্টেশনের কাছে ট্যাক্সিতে বসে যখন সে মদ্যপান করে নির্যাতিতা যুবতীর পিছু নেয় সে। যুবতী কিছু দূর গিয়ে অজয়নগরের কাছে একটি গাড়িতে উঠলে উত্তম ট্যাক্সিতে ওই গাড়ির পিছু করতে থাকে।
বেশ কিছু দূর গিয়ে হাইল্যান্ড পার্কের কাছে ওই গাড়ি থেকে নেমে ইএম বাইপাসের দিকে এগোতে থাকেন যুবতী। সেসময় উত্তম ট্যাক্সি নিয়ে তাঁর দিকে এগিয়ে গেলে তাকে নিজেই হাত দেখিয়ে থামান মহিলা। উত্তম তাঁকে বৃদ্ধাবাসে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে গাড়িতে তোলে তারপর ধর্ষণ করে কাঠিপোঁতার সামনে নামিয়ে দিয়ে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা যুবতীকে দেখে নরেন্দ্রপুর থানায় খবর দিলে পুলিস গিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়। সেখান থেকে তাঁকে সোনারপুরের একটি হোমে নিয়ে যাওয়া হয়। সোনারপুরেই তাঁর প্রাথমিক চিকিত্সা হয়।
No comments