ইডেনে গোলাপি টেস্টের টিকিটের হাহাকার।
নজরবন্দি ব্যুরো: ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টে বল গড়াতে চলেছে। ক্রিকেটের নন্দনকাননে দিন রাতের গোলাপি টেস্ট ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছে ইডেনের দর্শকেরা। সিএবিতেও সাজো সাজো রব। চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। ঐতিহাসিক গোলাপি বলে টেস্ট ম্যাচের সাক্ষী হতে চেয়ে ইতিমধ্যেই প্রথম তিনদিনের টিকিট শেষ হয়ে গিয়েছে। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই একথা জানিয়েছেন। দিন রাতের গোলাপি টেস্ট ম্যাচের টিকিটের জন্য হাহাকার শুরু হয়ে গিয়েছে কলকাতা জুড়ে।
ঐতিহাসিক দিন রাতের গোলাপি টেস্টের দিন সেনাবাহিনীর প্যারাট্রুপার রেজিমেন্টের কম্যান্ডোরা প্যারাসুটে ইডেন গার্ডেনে নেমে ভারত বাংলাদেশ দুই দলের অধিনায়কের হাতে গোলাপি বল তুলে দেবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে ইডেন ঘন্টা বাজিয়ে ঐতিহাসিক টেস্ট ম্যাচের শুভ সূচনা করবেন। আর ভারতীয় ক্রিকেটের 'ফ্যাভ ফাইভ' সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ এবং অনিল কুম্বল গোলাপি টেস্টে উপস্থিত থাকবে এবং ফ্যাভ ফাইভ চ্যাট অনুষ্ঠানে অংশ নেবে। ইডেন গার্ডেনে বসেই দর্শকেরা জায়ান্ট স্ক্রিনে এই চ্যাট শো উপভোগ করতে পারবে।
No comments