Header Ads

রাস্তার প্রশ্নে রাজ্যপাল জগদীপ ধনকর নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ অনুব্রতর।

নজরবন্দি ব্যুরো: রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্য সড়কের বেহাল দশা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যপাল রাস্তাই চেনেন না। তাই রাজ্য সড়ক নিয়ে অহেতুক সংঘাতের পথে হাটছেন। রাজ্যের সঙ্গে সংঘাতে যেতে চাইছেন। রাজ্যপালের রাজ্য সড়ক ইস্যুতে চুপ করে বসে থাকতে পারেনি রাজ্যের শাসক শিবির। মুখ খুলেছেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। অনুব্রত বলেছেন, রাজ্যপাল আগাগোড়া ভুল পথে হেটে চলেছেন। তার উদ্ভট কথাই সংঘাত তৈরি করে চলেছে।
রাজ্যপাল ফারাক্কা যাওয়ার পথে বীরভূমের সড়ক পথে বিশ্রামের সময় জানান জাতীয় সড়ক ভালোই রয়েছে, ধকল সইতে হচ্ছে রাজ্য সড়কের বেহাল দশার জন্য। রাজ্যপালের রাজ্য সড়ক নিয়ে উষ্মা প্রকাশ করায় অনুব্রত এও বলেছেন, জানি না উনি কোন রাস্তায় এসেছেন। তবে কথা শুনে মনে হল উনি রাস্তা চেনেন না। ওনার পিএ টিএরা রাস্তাঘাট ঠিকঠাক চেনাতে পারেনি। কোনটা জাতীয় সড়ক আর কোনটা রাজ্য সড়ক জানেন না রাজ্যপাল। বীরভূম জেলা সভাপতির কথায়, রাজ্য সড়কের এমন কোন রাস্তা নেই, যার বেহাল দশা। অন্তত আমার জানা নেই। রাজ্য সড়কের হিসেব দিতে গিয়ে অনুব্রত বলেছেন, সিউড়ি থেকে কাটোয়া রাস্তা নির্মাণ হয়েছে। অন্যান্য রাস্তাও সংস্কার হয়েছে। তাই রাজ্য সড়কের বেহাল দশা নেই। উনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই রাস্তাই উনি চেনেন না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.