Header Ads

১০ মাস বেতনহীন! দেশজুড়ে ধর্মঘটের ডাক; বিধ্বস্ত হতে পারে টেলিকম পরিষেবা।

নজরবন্দি ব্যুরো: টানা ১০ মাস বেতন নেই। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বহুবার এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেও বেতন সমস্যার সুরাহা হয়নি। এবার ধর্মঘটের পথে দেশের বিএসএনএল কর্মীরা। আগামি ১৯ নভেম্বর দেশ জুড়ে ধর্মঘটের পথে হাটতে চলেছে সংস্থার অস্থায়ী এবং ঠিকা কর্মীরা।
বিএসএনএলের ১০ কর্মী ইউনিয়ন এবং এসোসিয়েশনের যৌথ মঞ্চ আগামি ২০-২২ নভেম্বর দেশ জুড়ে সংস্থার সদর দফত, সার্কেল ও আঞ্চলিক অফিসে রিলে অনশনের ডাক দিয়েছে। অবসরের বয়স ৬০ বছরের কম না করা, স্বেচ্ছাবসর প্রকল্পে সংস্থার পরিচালনার রুপরেখা বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আন্দোলন, ধর্মঘটের ডাক দিয়েছে বিএসএনএলের কর্মী এবং আধিকারিকেরা।
১৯ নভেম্বর ধর্মঘটের জেরে দেশের টেলি এবং ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। শুধু তাই নয় রিলে অনশনের ফলেও পরিষেবা ব্যাহত হতে পারে। সব মিলিয়ে বিএসএনএল কর্মীদের ধর্মঘট এবং রিলে অনশনে ভোগান্তিতে পড়তে পারে আম জনতা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.