‘পাকিস্তানের জিনে সন্ত্রাসবাদ ঢুকে রয়েছে’, ইউনেস্কোর মঞ্চে পাকিস্তানের প্রতি ভারতের মন্তব্য ।
নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার প্যারিসে আয়োজিত ইউনেস্কোর অধিবেশনে পাকিস্তানের প্রতি মন্তব্য করলেন ভারতের প্রতিনিধি অনন্যা আগরওয়াল। ইউনেস্কোর মঞ্চে কাশ্মীর প্রসঙ্গে তিনি বলেন, “পাকিস্তান নিজের দোষেই একটা ব্যর্থ দেশে পরিণত হয়েছে। দেশের অর্থনীতি তলানিতে ঠেকেছে। চূড়ান্ত সামাজিক অবক্ষয় যাকে বলে, কারণ সন্ত্রাসবাদ এদের মজ্জায় ঢুকে গিয়েছে।”
মাস দুই আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, ভারত ও পাকিস্তান দুই দেশই পরমানু শক্তিধর। তাই দু’দেশ যুদ্ধক্ষেত্রে পরস্পরের সম্মুখীন হলে তাঁর ফল খুব একটা সুখের হবে না।
বৃহস্পতিবার অনন্যা আগরওয়াল পাকিস্তানকে কটাক্ষ করে আরও বলেন, “সমস্ত রকম অন্ধকার দিক রয়েছে পাকিস্তানের। আর এখন তো তারা ভারতের বিরুদ্ধাচারণ করার জন্য ইউনেস্কোকে ব্যবহার করছে।” তাঁর দাবি, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান বিভিন্নভাবে ভারতকে ছোট করার ছুঁতো খুঁজছে। তারা বোঝানোর চেষ্টা করছেন, ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
পাকিস্তান যেভাবে অপপ্রচার করছে, তারা ভারতের সম্বন্ধে যা যা বলছেন, তাতে তাঁদের নিজেদের দেশের দৈন্য দশা ঢাকা পড়বে না। ১৯৮৭ সাল থেকে পাকিস্তানে সংখ্যালঘু মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ২৩ শতাংশ থেকে ৩ শতাংশে নেমে এসেছে। হিন্দু, শিখ, খ্রিস্টান, আহমদিয়া- সকলে আছেন এই তালিকায়। উল্লেখযোগ্য হারে বেড়েছে নারী নির্যাতন, বাল্যবিবাহ, অ্যাসিড হানা- এসব সমস্যার দিকে পাকিস্তানের আরও বেশি করে গুরুত্ব দেওয়া উচিৎ।”
বৃহস্পতিবার অনন্যা আগরওয়াল পাকিস্তানকে কটাক্ষ করে আরও বলেন, “সমস্ত রকম অন্ধকার দিক রয়েছে পাকিস্তানের। আর এখন তো তারা ভারতের বিরুদ্ধাচারণ করার জন্য ইউনেস্কোকে ব্যবহার করছে।” তাঁর দাবি, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান বিভিন্নভাবে ভারতকে ছোট করার ছুঁতো খুঁজছে। তারা বোঝানোর চেষ্টা করছেন, ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

No comments