Header Ads

আগামী ৬ই ডিসেম্বর মহানগরীর বুকে মহামিছিলের ডাক বামদের।

নজরবন্দি ব্যুরোঃ রাম মন্দির বাবরি মসজিদ মামলার রায় দিয়ে দিয়েছে আদালত। কিন্তু বাবরি মসজিদ ধ্বংসের ২৭ তম বর্ষপূর্তির দিন মহানগরীর রাজ পথে মহামিছিলের ডাক দিলেন বামদল গুলি। আসলে ৬ ডিসেম্বর দিনটি সাম্প্রদায়িকতা-বিরোধী দিবস হিসেবে পালন করে বাম দল গুলি। মিছিল হবে ধর্মতলা থেকে রাজাবাজার পর্যন্ত।
 মিছিল শেষে রাজাবাজারে হবে সভাও। আলিমুদ্দিনে বুধবার সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলী এবং পরে ১৭টি বাম দলের বৈঠকে ওই কর্মসূচি চূড়ান্ত হয়েছে। এবং ঐ আলোচনাতে ঠিক হয় এসইউসি-কেও ৬ ডিসেম্বরের মিছিলে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হবে। কারণ আগে সাম্প্রদায়িকতা-বিরোধী কর্মসূচিতে যোগ দিয়েছে এসইউসি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.