প্রথম টেস্টের প্রথম দিনের শুরুতেই চাপে বাংলাদেশ। প্রথম ঘন্টাতেই হারালো ২ উইকেট।
নজরবন্দি ব্যুরোঃ ভারত বাংলাদেশের মধ্যে প্রথম টেস্টের প্রথম দিনে চাপে বাংলাদেশ। ৭ ওভারের মধ্যেই ফিরে গিয়েছেন দুই ওপেনার। ইমরুল কায়েসকে (৬) ও শাদমান ইসলাম (৬) রান করে। এই ২টি উইকেট নেন উমেশ যাদব ও ইশান্ত শর্মা। টসে জিতে প্রথমে ব্যাট করর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারতীয় দলে এদিন একটি পরিবর্তন হয়েছে। স্পিনার শাহবাজ নাদিমের জায়গাতে এসেছেন কুলদিপ যাদব। বিশ্রাম থেকে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ।
অন্যদিকে বাংলাদেশের এই টেস্ট ম্যাচে নতুন অধিনায়ক । তরুণ মমিনুল হকের টেস্ট অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ হল ইন্দোরেই । অপরদিকে হোলকর স্টেডিয়ামের পিচ থেকে সাহায্য পেতে পারেন পেসাররা। তাই তিন পেসার ও দুই স্পিনার নিয়েই বাংলাদেশ বধের লক্ষ্যে বিরাট ব্রিগেড। শামি, ইশান্ত, উমেশের সঙ্গে দুই স্পিনার অশ্বিন ও জাদেজা।

No comments