Header Ads

ঝুলে রইলো শবরীমালা মামলার রায়। ডিভিশন বেঞ্চে পাঠাল শীর্ষ আদালত।

নজরবন্দি ব্যুরো: সুপ্রীম কোর্টের ডিভিশন বেঞ্চেই চলে গেল বহু বিতর্কিত শবরীমালা মামলা। ঋতুমতী মহিলাদের প্রবেশাধিকার সংক্রান্ত মামলা দেশের শীর্ষ আদালতের সাত সদস্যের ডিভিশন বেঞ্চে চলে গেল। ২০১৮ সালে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বতে থাকা বেঞ্চ রায় দিয়েছিল সব বয়সী মহিলারা শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবে। এই রায় বের হওয়ার পরে পুনর্বিবেচনার জন্য বেশ কয়েকটি আপীল দাখিল হয় সুপ্রীম কোর্টে।
 বৃহস্পতিবার ওই আপীল আবেদন গৃহীত হয়ে নির্দেশ এসেছে সাত সদস্যের বিচারপতির বেঞ্চ এই মামলার পুনর্বিবেচনা করতে পারবে। প্রসঙ্গত, চির কিশোর দেবতা আয়াপ্পার মন্দিরে দশ থেকে পঞ্চাশ বছরের ঋতুমতী মহিলারা প্রবেশ করতে পারতো না। কিন্তু প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর নেতৃত্বতে থাকা ডিভিশন বেঞ্চ এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে রায় দিয়ে দেয়। এখন দেখার পুনর্বিবেচনা সংক্রান্ত এই মামলা কোন খাতে বয়ে চলে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.