Header Ads

বুলবুলে বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগণা আকাশপথে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের দিলেন নির্দেশ।।

নজরবন্দি ব্যুরো: ঘূর্ণিঝড় 'বুলবুল' বিধ্বস্ত নামখানা -বকখালি আকাশপথে পর্যবেক্ষণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাকদ্বীপে করলেন প্রশাসনিক বৈঠক। রাজ্য ঘূর্ণিঝড় ঘিরে তৎপরতার সঙ্গে মোকাবিলা করেছে ভারত সরকার এর জন্য রাজ্য সরকারের প্রশংসা করেছে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কাকদ্বীপে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদী বাঁধ মেরামতির নির্দেশ দিয়েছে আধিকারিকদের। বুলবুল ঘূর্ণিঝড়ে মৃত পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব রাজীব সিংহ। আধিকারিকদের নির্দেশ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ১) কেন্দের পর্যবেক্ষক টিম রাজ্যে আসছে। প্রশাসনিক আধিকারিকদের সহযোগীতা করার নির্দেশ দিয়েছেন। ২) হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। বলেছেন, উপকূল এলাকায় ফসলের অনেক ক্ষতি হয়েছে। কৃষিজমির কত শতাংশ ফসলবিমায় নথিভুক্ত রয়েছে জানতে চান। জেলার কৃষি আধিকারিককে ১০০ শতাংশ জমি ফসলবিমার অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। ৩) ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতির নির্দেশ দিয়েছেন। সেচ এবং বন দফতর সমন্বয় রেখে বেশি করে ম্যানগ্রোভ বৃক্ষ রোপণের ওপরে জোর দিয়েছেন। ৪) গোটা রাজ্যে ৬ লক্ষ মানুষ বুলবুলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, ক্ষতিগ্রস্তের সংখ্যা আরও বাড়তে পারে। গোটা রাজ্যে ২ লাখ বাড়ি ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্তদের বাংলার আবাস যোজনায় বাড়ি তৈরি করার নির্দেশ দিয়েছেন। ৫) জেলার জনস্বাস্থ্য কারিগরি দফতরকে নির্দেশ দিয়েছেন, গোসাবা, সাগর, বাসন্তী, নামখানা ব্লকে গাড়ি করে পানীয় জল পৌছে দিতে হবে। ৬) জেলার বিদ্যুৎ দফতরের আধিকারিকেরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে ২১ সাবস্টেশন ক্ষতিগ্রস্ত, ৬ হাজার বিদ্যুৎ এর খুটি উপড়ে গিয়েছে। প্রায় ১০ দিন সময় লাগবে পরিস্থিতি স্বাভাবিক করতে। মুখ্যমন্ত্রী আধিকারিকদের বক্তব্য শুনে নির্দেশ দিয়েছেন, বিদ্যুৎ এর খুটি বসানোর কাজে স্থানীয় যুবকদের বিদ্যুৎ কর্মীদের সহায়ক হিসেবে কাজে লাগাতে হবে ১০০ দিনের কর্ম প্রকল্পের মাধ্যমে। ৭) ঘূর্ণিঝড় বুলবুলের জন্য গ্রামের জল জমে রয়েছে, গাছ কাটা, পুকুর পরিষ্কার করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, ১০০ দিনের কাজের মাধ্যমে এই কাজগুলো শেষ করার নির্দেশ দিয়েছে। প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.