Header Ads

দীপক- শিবমের জোড়া ফালায় টাইগার্স বধ, সিরিজ জয় ভারতের।

নজরবন্দি ব্যুরো: ৩.২-০-৭-৬ দীপক চাহার। অনবদ্য স্পেল। অনামী বোলারের কাছেই কুপোকাত বাংলাদেশ। কেরিয়ারে প্রথম হ্যাটট্রিক চাহারের। সিরিজে ৮ উইকেট, ম্যাচ ও সিরিজ সেরা। চাহারের নামে বিশ্বরেকর্ড অজন্তা মেন্ডিসের রেকর্ড ব্রেক করে। ভারতের সিরিজ জয় ২-১। ৩০ রানে জয় এল টাইগার্সদের বিরুদ্ধে নাগপুরের মাটিতে। ম্যাচে বাংলাদেশের মহম্মদ নাইম ৮১ রানে, শিবম দুবের দুরন্ত ইয়র্কারে প্যাভিলিয়নের পথে হাটতে লাগলো নাইম। শিবমের পরের বলের শিকার আসিফ হোসেন। দুই বল, গতির হেরফের, ম্যাচের 'এক্স ফ্যাক্টর'।
পরপর দুই উইকেট হারিয়ে টাইগার্সরা কোণঠাসা হয়ে পড়লো। ৩০ রান ৩ উইকেট শিবমের, মুশফিকুর রহিমের উইকেট নিয়ে।তৃতীয় টি ২০ ম্যাচে শ্রেয়স আয়ার ৩৩ বল ৬২ রান।রোহিত আর ধাওয়ান জলদি আউট হয়ে যেতেই ক্রিজে শ্রেয়সের এন্ট্রি। শূন্য রানে শ্রেয়স প্যাভিলিয়নে ফিরে আসতেই পারতেন। আমিনুল ইসলাম জীবনদান দিল শেয়সকে ক্যাচ ফেলে দিয়ে। ব্যস! রীতিমত চাপ নিয়ে ভারতের ইনিংস গড়ার কারিগর হয়ে উঠলো শ্রেয়স আয়ার। রান পেয়ে গেল লোকেশ রাহুল, ৩৫ বলে ৫২ রান। ৯ বলে ৬ রান ঋষভ পহ্নের।ঋষভ টানা সুযোগ পেয়েও হতাশ করে চলেছে, আর সঞ্জু স্যামসন আঙুল কামড়ে চলেছে সুযোগের জন্য। মনীশ পান্ডে অপরাজিত ২২ রান, ১৩ বল খেলে। শিবম দুবের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৯ রান। নাগপুরের নায়ক শিবম দুবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.