Header Ads

ফের নিজের ব্যবহারের জন্য সমালোচনার মুখে রানু মন্ডল।

নজরবন্দি ব্যুরোঃ রাণাঘাটের রানু মন্ডল, নাম টা সকলের জানা আর তার সাথে মানুষটার পরিচয়ও। খুব অল্প সময়ের মধ্যেই সমাজে তার পরিচিতি তৈরী হয়। তার গান সকলকে মুগ্ধ করেছেন। এখন সে একজন গায়িকা, সে এখন সেলিব্রিটি। আমাদের আশেপাশে অনেকেই এমন আছেন যাদের অনেক ট্যালেন্ট থাকা সত্ত্বেও তারা পরিচিতি অর্জন করতে পারেন নি। তাই বলা যায়, শুধু ট্যালেন্ট থাকাটাই যথেষ্ট নয় তার সাথে চেষ্টা আর ভাগ্যটাও প্রয়োজন। রানু মন্ডলের এই অল্প সময়ের মধ্যে ভিক্ষুক থেকে সেলিব্রিটি হওয়া তার ব্যবহারে অনেক পরিবর্তন এনেছে। কিন্তু একজন সাধারণত মানুষে থেকে সেলিব্রিটি হওয়ার পথে প্রয়োজন হয়, সেই মানুষটার ইচ্ছা, চেষ্টা, ভাগ্য আর তার অনুরাগীদের সাপোর্ট। কিছুদিন আগেই এক অনুরাগীর সাথে খারাপ ব্যবহার করায় শিরোনামে এসেছেন রানু মন্ডল।
 সর্বত্রই এই বিষয়ে সমালোচনা শুরু হয়। নেটিজনেরা তার এই প্রকারের আচরনের সমালোচনা করতে ছাড়েন নি। কিন্তু এই সব আলোচনা রানু মন্ডলের মধ্যে কোন পরিবর্তন আনতে পারে নি। এবার সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে সমালোচনার মুখে পড়তে হলো রানু মন্ডলকে। সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও প্রকাশ পেয়েছে। রানু মন্ডল কোন এক অনুষ্ঠানে গেছেন এর সাংবাদিকরা তাকে কিছু প্রশ্ন করছে। সেই সময়ে সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন রানু। এক সাংবাদিকের রানুর কাছে প্রশ্ন করেছিল, " আপনি যে এই জায়গায় পৌছে গেছেন, এবার কি আপনার মনে হয় যে সপ্ন সফল হয়?" এই প্রশ্নের সময়ে তিনি পপকর্ন খেতে ব্যস্ত ছিলেন এবং সব শেষে বলেন " শুনতে পেলাম না।" তার এই "ডোন্ট কেয়ার " ব্যাপার টা ভিষণ আপত্তিজনক হয়ে ওঠে সকলের কাছে। আরও এক ভিডিও তে দেখা যায়, এক মহিলা তার সাথে কথা বলার জন্য হাত ছুয়ে তাকে ডাকেন।
আর এর কারণে রানু ভিষণ রেগে জান।এবং সেই অনুরাগী কে বলেন, এসব কি? তাকে আলোত করে ছুয়ে ডাকায় সে বেশ চটে যায় র দুর্ব্যবহার করে বসেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছরিয়ে পড়ার পরে সকলে এর নিন্দা করে। নানা রকমের কমেন্টে ও করেন। কেউ বলেন খ্যাতি পেয়ে মাথা ঘুরে গেছে তাই এমন ঘটনা ঘটাচ্ছেন তিনি।আবার কেউ বলেন খ্যাতি রানুকে তার অতিত ভুলিয়ে দিয়েছে, তাই এমন ব্যবহার করছেন তিনি। এই জন্য কথায় বলে, প্রত্যেক মানুষের শিক্ষিত হয়া প্রয়োজন। শিক্ষাই একজন কে অপর জনের সাথে ব্যবহার করতে শেখায়।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.