ভূস্বর্গ জুড়ে চলছে বরফপাত, বিপর্যস্ত জনজীবন।
নজরবন্দি ব্যুরো: গোটা কাশ্মীর উপত্যকা জুড়ে শুরু হয়ে গিয়েছে বরফপাত। বরফের চাদরে মুড়ে গিয়েছে উপত্যকা। তাপমাত্রা নেমে গিয়েছে অনেকটাই। নভেম্বরের শুরু থেকেই কাশ্মীর উপত্যকা জুড়ে শুরু হয়েছে বরফপাত। স্থানীয় বাসিন্দাদের মতে, মরশুমের অনেক আগে থেকেই শুরু হয়েছে বরফপাত। এই বরফপাতের জেরে কাশ্মীর উপত্যকার জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। জাতীয় সড়ক বরফের ঢেকে গিয়েছে। জম্মু কাশ্মীরের আবহাওয়া অফিস জানিয়েছে,' এই বরফপাত আগামীদিনেও চলবে। নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত বরফপাতের অনুকূল পরিবেশ রয়েছে।' হাওয়া অফিস জানিয়েছে, আকাশে মেঘ থাকবে সঙ্গে বৃষ্টি চলবে।' স্থানীয় হাওয়া অফিস জানিয়েছে,'পশ্চিমী ঝঙঝার কারণে এই বরফপাত, সঙ্গে বৃষ্টি। গোটা সপ্তাহ জুড়েই এই আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।' এদিকে এই বরফপাত আর বৃষ্টির জাঁতাকলে জড়িয়ে দক্ষিণ কাশ্মীরের সোপোর, মুঘল রোড, সীমান্ত জেলা পুঞ্চ, জম্মু জেলার অন্তর্ভূত রাজৌরি সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, এই বরফপাতের কারণে রাস্তায় প্রায় ১৩০০ মালবাহী ট্রাক দাঁড়িয়ে পড়েছে। গত বুধবার থেকেই পীর কি গলি আর সোফিয়ান সেক্টরে ব্যাপক বরফপাত হচ্ছে। এই বরফপাতের জেরে জওহর টানেল দিয়ে যাতায়াত সাময়িক বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, প্রশাসনিক মেশিনারি রাস্তার ওপর থেকে বরফ সরানোর কাজ করে চলেছে। কিন্তু অত্যাধিক বরফপাতের কারণে কাজ ব্যাহত হয়ে চলেছে। এই অত্যাধিক বরফপাতের কারণে কাশ্মীর উপত্যকা দেশের অন্যান্য অংশের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কোন মন্তব্য নেই