Header Ads

তিলোত্তমার বুকে রাণী রাসমণির বাড়ির জগদ্ধাত্রী পুজো।

নজরবন্দি ব্যুরো: জানবাজারে রাণী রাসমণির বাড়ির পুজো ২২৯ বছরে পদাপর্ণ করে নিল। ঐতিহ্য, ইতিহাস আর সাবেকিয়ানার ছোঁয়ায় কলকাতার বারোয়ারি দুর্গোপুজোকে অনায়াসে টেক্কা দিতে পারে 'হাজরা বাড়ির' জগদ্ধাত্রী পুজো। বংশ পরম্পরায় প্রজন্মের হাত বদল হলেও নিজেদের ঐতিহ্য আর ইতিহাস থেকে মুখ ফিরিয়ে নেয়নি হাজরা বাড়ির নবীন প্রজন্ম। কথিত আছে শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব নিজে দাঁড়িয়ে থেকে রাণী রাসমণির বাড়ির জগদ্ধাত্রী পুজোর তত্ত্বাবধান করতেন। সেদিনও আজ নেই, সে সময়ও আজ ইতিহাসের পাতায়। যেখানে বৃটিশ লাটসাহেব আর ইংরেজ রাজ কর্মচারীরা রাণী রাসমণির জগদ্ধাত্রী পুজোর সময়ে রাণী মার কাছে এসে সেলাম ঠুকে যেতেন। স্বাধীন ভারতে কলকাতার প্রাণকেন্দ্র বলে পরিচিত জানবাজারে এখনও স্বগর্ভে মাথা উচু করে দাঁড়িয়ে আছে রাণী রাসমণির বাড়ি। আর সেই বাড়িতেই অর্থাৎ হাজরা বাড়িতে প্রতি বছর ধুমধাম করে মহাসমারোহে উদযাপিত হয়ে থাকে মা জগৎ জননী জগদ্ধাত্রী পুজো। 'সিটি অফ জয়' কলকাতা আক্ষরিক অর্থেই ঐতিহ্য, পরম্পরা আর ইতিহাসের মেলবন্ধনে হয়ে উঠেছে প্রকৃত অর্থেই 'সিটি অফ জয়'।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.