Header Ads

কলকাতায় ৬০ কিলোমিটার বেগে ছুটতে পারে ঝোড়ো হাওয়া, চলবে ভারী বৃষ্টির সতর্কতা জারি।

নজরবন্দি ব্যুরো: শনিবার কলকাতা এবং তার আশেপাশে ৫০-৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'বুলবুল'। সঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝখানে কোন এক স্থানে শনিবার দুপুরের মধ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় বুলবুল। রাজ্য প্রশাসন ইতিমধ্যেই দুই মেদিনীপুর, দুই ২৪ পরগণা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া জেলা প্রশাসনকে সতর্ক করে দিয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের শনিবার আছড়ে পড়ার আশঙ্কা থেকে রাজ্য সরকার শনিবার রাজ্যের সমস্ত প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে,পশ্চিমবঙ্গ উপকূলে শনিবার ঝোড়ো হাওয়া বইবে। এই রেশ এসে পড়বে কলকাতা সহ অন্যান্য জেলাগুলোতেও। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ওড়িশার পারাদ্বীপ থেকে ২২০ নটিমাইল দূরে অবস্থান করছে। শনিবার দুপুরের মধ্যে এই ঘূর্ণিঝড়ের এই রাজ্যে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে কোন এক স্থানে আছড়ে পড়তে পারে। উদ্ভূত উপরিস্থিতর মোকাবিলায় কলকাতা পুরনিগম ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খুলেছে। পুরকর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং কলকাতা পুলিশকে তৈরি থাকতে বলা হয়েছে। একইভাবে রাজ্য প্রশাসন রাজ্যের প্রভাবিত হতে চলা জেলাগুলোর প্রতি নজরদারি রেখেছে। জেলা পুলিশ এবং প্রশাসন, সিভিল ডিফেন্স দফতর, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে অয়্যালার্টে রাখা হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.