Header Ads

'বুলবুলের' থাবায় কাঁপছে রাজ্যবাসী, শনিবার স্কুল বন্ধের সিদ্ধান্ত রাজ্য সরকারের।

নজরবন্দি ব্যুরো: ২৪ ঘন্টার মধ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'বুলবুল'। ঘন্টায় ১৩৫ কিলোমিটার বেগে সাইক্লোন বুলবুল পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে চলেছে। এর জেরে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে শনিবার রাজ্যের প্রাথমিক স্কুল বন্ধ থাকবে। কলকাতা, দুই ২৪ পরগণা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলার প্রশাসনকে ইতিমধ্যেই সতর্ক করেছে রাজ্য প্রশাসন। সাইক্লোন বুলবুল থেকে কলকাতাবাসীকে সতর্ক করেছে কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। শহরবাসীদের সুরক্ষিত থাকার নিদান দিয়েছেন মেয়র। শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা গড়াতেই শহর কলকাতা এবং আশেপাশে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার আর রবিবার অর্থাৎ ৮ এবং ১০ নভেম্বর সাইক্লোন বুলবুলের সক্রিয়তার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে চলেছে 'বুলবুল'। এর প্রভাবে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগণা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সাইক্লোন বুলবুলের কারণে সমুদ্রে পর্যটক এবং মৎস্যজীবিদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দীঘা, শঙ্করপুর, মন্দারমনিতে পাবলিক অয়্যাডড্রেস সিস্টেমের মাধ্যমে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করে চলেছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.