Header Ads

ডিজে বক্সের শব্দ দামামা বাজিয়ে বৃদ্ধকে দাহ করতে নিয়ে গেল নাতিরা।

নজরবন্দি ব্যুরো: নবতিপর বৃদ্ধকে ডিজে বক্সের সুর মূর্চ্ছনায় শেষযাত্রায় গাড়ি ছুটলো শশ্মান ঘাটের উদ্দেশ্যে। বার্ধক্যজনিত কারণে মৃত্য হয়েছে বীরভূমের সিউড়ির আনন্দপুর এলাকার বাসিন্দা শঙ্কর চরণ মালের (৯২)। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শঙ্কর বাবু। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ভর্তি করা হয়েছিল সিউড়ি সদড় হাসপাতালে। বুধবার মৃত্য হয় বৃদ্ধের। তারপরেই নাতিরা সিদ্ধান্ত নিয়ে ফেলে দাদুকে ডিজে বাজিয়ে শেষকৃত্য সম্পন্ন করতে নিয়ে যাবে। বেনজির এই সিদ্ধান্তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃদ্ধের ১০ মেয়ে। প্রত্যেকের বিয়ে হয়েছে স্থানীয় অঞ্চলে। ১০ নাতি মিলে বৃদ্ধের দাহকার্য করবে ডিজে বাজিয়ে এমন সিদ্ধান্ত শাস্ত্রীয় মতে সচারচর দেখা যায়না। খোল করতাল বাজিয়ে দাহকার্য করা হয়ে থাকে এমনটাই দেখা যায়। কিন্তু ডিজে বাজিয়ে শেষকৃত্য করতে নিয়ে যাওয়া এককথায় ব্যতিক্রমী। প্রয়াত শঙ্কর চরণ মাল পেশায় সরকারি চাকরিজীবি ছিলেন। মৃত্যুর পর শঙ্কর বাবুর দাহকার্য সিউড়ি বাসীর কাছে আজব ঘটনা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.