একদিনের ক্রিকেটকে অবিনভ করতে নয়া প্রস্তাব সচিনের।
নজরবন্দি ব্যুরো:টেস্ট ম্যাচের ইতিহাসে দিন রাতের টেস্ট হতে চলেছে। এবার একদিনের ক্রিকেটেও অভিনব প্রস্তাব সামনে আনলেন সচিন তেন্ডুলকর। ৫০ ওভারের দিন রাতের একদিনের ম্যাচে শিশির বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাই মাস্টার ব্লাস্টারের প্রস্তাব হল ৫০ ওভারের দুটি ইনিংসকে ভেঙে চারটে ইনিংস করা হোক। ২৫ ওভার করে দুই দলকে খেলার সুযোগ দেওয়া হোক। টসে জিতে একদিনর ক্রিকেটে যেভাবে প্রক্রিয়া মেনে খেলা হয় সেভাবেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে চার ইনিংসের মাধ্যমে। এই প্রস্তাবে নতুনত্ব আর একটি হল প্রতি ইনিংসের শেষে ১৫ মিনিটের ব্রেক থাকবে। এভাবে প্রথম দল যদি ৫০ ওভারে অল আউট হয়ে যায় তাহলে প্রতিপক্ষ দল পুরো ৫০ ওভার সুযোগ পাবে সেই রান তোলার জন্য। শিশির একদিনের দিন রাতের ম্যাচের ভাগ্য বদলে দিয়ে থাকে। সচিনের মতে, এই প্রস্তাব কার্যকর হলে কোন দলকেই শিশির নিয়ে ভুগতে হবে না।
Loading...
কোন মন্তব্য নেই