Header Ads

রোহিত ঝড়ে সিরিজে সমতা ভারতের, ঋষভের কিপিং এর প্রাথমিক পাঠ ঘিরে প্রশ্ন!

নজরবন্দি ব্যুরো: ৪২ টা বল ৮৫ রান। ৬ টা চার আর ৬ টা ছয়। শুধু এইটুকু দিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্লেষণ করলে ভুল হবে। যে মেজাজ নিয়ে হিটম্যান রোহিত ব্যাট করলেন, বাংলাদেশী বোলারদের ঠ্যাঙালেন সেটাই রাজার মেজাজ, রাজকীয় দৃপ্তপদচারণা বাইশ গজ জুড়ে। সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে শিখর ধাওয়ানের ব্যাট থেকে বের হল ৩১ রান ২৭ বলে। কিন্তু রোহিতের 'কিলার ইনস্ট্রিংথের' মেজাজে চাপা পড়ে গেল 'গব্বরের' তেজ। সিরিজে ভারত ১-১ সমতায় ফিরে এল। দ্বিতীয় টি ২০ ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুজবেন্দ্র চাহল দাবি করেছিলেন, 'প্রথম ম্যাচের ভুলের পুনরাবৃত্তি চাই না।' দ্বিতীয় ম্যাচে টাইগার্সদের বিরুদ্ধে ভারতের ফ্লিডিং এর সময়ে দেখা গেল মিস ফ্লিডিং। আর উইকেটের পিছনে ঋষভ পহ্ন কিপিং এর প্রাথমিক পাঠ ভুলে গিয়ে, নিন্দিত, সমালোচিত, হাঁসির খোরাক! 'চকলেট বয়' ঋষভ পহ্ন ভারতীয় ক্রিকেটে এমএসধোনি হয়ে ওঠার যোগ্য, হাঁসির খোরাক হয়ে উঠছে। রোহিত উইকেট খুঁজে চলেছে। ব্রেক থ্রু নিতে কপাল চাপড়ে চলেছে। পাওয়ার প্লে পঞ্চম ওভারে যুজবেন্দ্র চাহলের হাতে বল তুলে দেয় রোহিত। চাহলের ভেল্কি কাজে লেগে যায় ওপেনার লিটন সরকারের বিরুদ্ধে। ক্রিজের চার হাত বাইরে লিটন, আর ঋষভ তাড়াহুড়ো করে শিশুসুলভ আচরণে উইকেটের আগেই বল গ্লাভসবন্দি করে উইকেটে ঠুকে দিলেন। টিভি রিপ্লেতে পরিস্কার ঋষভের ভুল ধরা পড়ে। আম্পায়ার ঋষভের লিটন সরকারের স্টাম্প আউট বাতিল করে নট আউট ঘোষণা করে। শিক্ষানবিশ ক্ষুদে ক্রিকেটারেরাও এমন ভুল করবে না, ভারতীয় কিপার ঋষভ পহ্ন আন্তজার্তিক টি ২০ ম্যাচে করে দেখাল। পরে অবশ্য লিটন সরকার ও সৌম্য সরকারকে রান আউট করে ঋষভ। গত ম্যাচে ক্রুনাল পান্ডিয়া মুশফিকুরের লোপ্পা ক্যাচ ফেলেছিল। দ্বিতীয় ম্যাচে ক্রুনালের শাপমুক্তি ঘটে গেল সেই মুশফিকুরের ক্যাচ ধরে। আর ভারতীয় বোলিং লাইনআপে খলিল আহমেদ লাইন লেহ্নের নতুন পরিভাষা এনে দিলো। বাঁহাতি বোলার খলিল প্রথম দুই ওভার শুধুই শট বল করে গেল। খলিলের উল্টোদিকে বরং দীপক চাহর অনেক বেশি শৃঙ্খলা রেখে নিয়ন্ত্রিত বল করে গেল টাইগার্সদের বিরুদ্ধে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.