Header Ads

ছত্তিসগড়ে মাওবাদীদের বিরুদ্ধে কোবরা বাহিনীর অভিযান, নিহত আধা সেনা

নজরবন্দি ব্যুরো: ছত্তিসগড়ে মাওবাদী আরপিএফের গুলি যুদ্ধে এক আধাসেনার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর চারটের সময়ে গোপন সূত্রে খবর পেয়ে ছত্তিসগড়ের বিজাপুরে অভিযান চালায় সিআরপিএফের কোবরা বাহিনী। বাহিনীর উপস্থিতি টের পেতেই মাওবাদীরা গুলি চালায়। কাউন্টার ফায়ার করে কোবরা বাহিনী। সিআরপিএফের ডেপুটি ইনস্পেকটর জেনারেল সুন্দররাজ পি জানিয়েছে, ' সিআরপিএফের ১৫১ ব্যাটেলিয়ন ও ২৪০ তম এলিট কোবরা বাহিনী যৌথ অভিযান চালায়, বৃহস্পতিবার ভোর চারটের সময়।
এই অভিযানে বেশ কয়েকজন মাওবাদীর মৃত্য হয়েছে।' সিআরপিএফ এবং কোবরা বাহিনীর কাউন্টার ফায়ারের মুখে পড়ে মাওবাদীরা শেষমেশ পালিয়ে যায়। গুলি যুদ্ধে আধাসেনা কামতা প্রসাদের গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা গুলিবিদ্ধ কামতা প্রসাদকে মৃত বলে ঘোষণা করে দেয়। দীর্ঘদিন ধরে আধাসেনা মহলে দাবি উঠছে মাওবাদী হামলা কিংবা কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত আধাসেনাদের 'শহীদের' মর্যাদা দেওয়া হোক। ভারতীয় সেনা মাওবাদী হামলা, কাশ্মীরে জঙ্গি হানা কিংবা যুদ্ধে নিহত হলে শহীদের মর্যাদা পেয়ে থাকে। কিন্তু আধাসেনারা মাওবাদী বা জঙ্গি দমন অভিযানে নিহত হলেও 'শহীদের' মর্যাদা পায়না। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে ভারতের আধাসেনা বাহিনীর তরফ থেকে এবং নিহত আধাসেনার পরিবারগুলো চিঠি পাঠিয়েছে। কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত এখনও ঝুলেই রয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.