ভূস্বর্গে শুরু হল মরশুমের প্রথম তুষারপাত, শ্রীনগরে বিমান চলাচল ব্যাহত।
নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গ উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'বুলবুল', গুজরাত উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'মহা'। আর ভূস্বর্গ কাশ্মীরে শুরু হয়ে গিয়েছে মরশুমের প্রথম তুষারপাত। স্বভাবতই কাশ্মীরে পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের মুখে চওড়া হাঁসি। পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের মুখে চওড়া হাঁসি ফুটলেও শ্রীনগরের বিমান পরিষেবা এই তুষারপাতের ফলে ব্যাহত হয়েছে। অনেক উড়ান বাতিল করা হয়েছে। দৃশ্যমানতা কম থাকায় বৃহস্পতিবার শ্রীনগর বিমানবন্দর থেকে দুটি বিমান ওড়ে নি।
উপত্যকা জুড়ে ভারী তুষারপাতের কারণে রাস্তায় যান চলাচল প্রায় বন্ধ। কাশ্মীর সহ গুলমার্গ, সোনমার্গ,পহেলগাও সর্বত্র ভারী তুষারপাত হয়ে চলেছে। স্থানীয় বাসিন্দারা বলছে গত বছরের তুলনায় এবছর তাড়াতাড়ি শীত পড়ে গেল। অন্যদিকে হিমাচল প্রদেশেও শুরু হয়েছে ভারী তুষারপাত। সকাল থেকেই তুষারপাতের খবর পাওয়া যাচ্ছে কুলু,মানালিতে। চুরাধার এলাকাতেও ভারী তুষারপাত জারি রয়েছে। এই ভারী তুষারপাতের জেরে হিমাচলপ্রদেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তার ওপরে বরফের ভারী আস্তরণ জমে গিয়েছে। যানবাহনের গতি স্তব্ধ হয়ে পড়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে খোলা হয়েছে কন্ট্রোল রুম। অনেক অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা প্রভাবিত হয়েছে ভারী তুষারপাতের কারণে। টেলি যোগাযোগ ব্যবস্থাতেও প্রভাব পড়েছে।
Loading...
কোন মন্তব্য নেই