Header Ads

স্পট ফিক্সিং এর দায়ে গ্রেফতার ২ রনজি ক্রিকেটার।

নজরবন্দি ব্যুরো: কর্ণাটক প্রিমিয়ার লিগে (কেপিএল) স্পট ফিক্সিং এর অভিযোগে গ্রেফতার হয়ে গেল ২ রণজি ক্রিকেটার। কর্ণাটকের প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান সিএম গৌতম এবং তারই সতীর্থ আবরার কাজিকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু সিটি সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ। দুই রণজি ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ, ২০১৯ সালের কেপিএল ফাইনালে ফিক্সিং এর সঙ্গে যুক্ত ছিলেন দুই ক্রিকেটার। গত দুই বছর ধরে স্পট ফিক্সিং এর তদন্ত করছিল পুলিশ। পুলিশ বিভাগের অতিরিক্ত কমিশনার সন্দীপ পাতিল বলেছেন, 'কেপিএলে স্পট ফিক্সিং এর সঙ্গে সম্পর্ক থাকার কারণে আমরা দুজন ক্রিকেটারকে গ্রেফতার করেছি।'
২০১৯ সালের কেপিএল ফাইনালে মুখোমুখি হয়েছিল হুবলি টাইগার্স ও বেল্লারি টাস্কার্স। সিএম গৌতিম বেল্লারি টাস্কার্সের অধিনায়ক ছিলেন, আর একই দলে খেলতেন আবরার কাজি। অভিযুক্ত গৌতম রণজি খেলেছে কর্ণাটক ও গোয়ার হয়ে। আর আবরার এখন মিজোরামের হয়ে রণজিতে নথিভুক্ত ক্রিকেটার। অভিযুক্ত ক্রিকেটারে সিএম গৌতম আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু,মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছে। এই মরসুমেই গৌতম গোয়ার হয়ে রণজি খেলার সিদ্ধান্ত নিয়েছেন। সৈয়দ মুস্তাক আলি টি ২০ টুর্নামেন্টেও গোয়া এবং মিজোরামের দলে নাম রয়েছে সিএম গৌতম এবং আবরার কাজির। এই গ্রেফতারির আগেই বেঙ্গালুরু ব্লাস্টার্সের বোলিং কোচ ভিনু প্রসাদ এবং ব্যাটসম্যান বিশ্বনাথ ম্যাচ গড়াপেটায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.