Header Ads

আবাসন শিল্পকে বাঁচাতে বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার।

নজরবন্দি ব্যুরো: টাকার অভাবে আবাসন নির্মাণের কাজ থমকে গিয়েছে। এবার সেই সমস্যা মেটাতে রীতিমতো সক্রিয় এবার মোদী সরকার। সিদ্ধান্ত নেওয়া হল প্রাথমিক ভাবে ২৫ হাজার কোটি টাকার একটি বিকল্প লগ্নির তহবিল গড়া হবে।এই তহবিলের ১০ হাজার কোটি টাকা দেবে কেন্দ্র। বাকি অর্থ আসবে স্টেট ব্যাংক এবং এলআইসি-র কাছ থেকে।তাছাড়া ভবিষ্যতে বিভিন্ন পেনশন তহবিলও এতে টাকা ঢালতে পারে। টাকার অভাবে বন্ধ হয়ে যাওয়া আবাসন প্রকল্পে ঋণ বাবদ অর্থ জোগানো হবে। প্রসঙ্গত প্রথমে নোট বাতিল, তার পরে জিএসটি— দুইয়ের ধাক্কায় ধুঁকতে থাকা আবাসন শিল্পকে চাঙ্গা করতে গত ১৪ সেপ্টেম্বরই এই পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী।
 কিন্তু সেখানে শর্ত ছিল, যে সব প্রকল্প ঠিক সময়ে ব্যাঙ্কের ঋণ শোধ করতে না পেরে এনপিএ-র আওতায় চলে গিয়েছে এবং যে সব প্রকল্প নিজেদের দেউলিয়া ঘোষণা করতে জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনালে গিয়েছে, তারা এই সুবিধা পাবেন না। আজ সেই শর্ত তুলে নেওয়া হল। সরকারের দাবি, ফ্ল্যাট বুক করে, টাকা জমা দিয়ে বসে থাকা আমজনতা এতে লাভবান হবেন। এতদিন তারা টাকা দিয়েও ফ্ল্যাটের চাবি হাতে পাচ্ছিলেন না। গৃহঋণের ক্ষেত্রে সুদের হার আরও কম করা যায় কি না, সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে, এবং তা ১০ বছরের জি-সেক, ক্ষেত্ৰভুক্ত করার চিন্তাভাবনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.